হাড়োয়া: বিদ্যাধরী নদীর তীর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল শোরগোল পড়ল হাড়োয়ায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী নদীর কাছে সাতসকালে পড়ে থাকতে দেখা যায় এই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালবেলায় নদীর পাড়ে যেতে গিয়ে একটি দেহ দেখতে পান এক গ্রামবাসী। তারপর তিনি খবর দেন হাড়োয়া থানায়।
পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি মৃত্যুর মামলার রজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। যদিও ওই ব্যক্তির কোনও নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।