শনিবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের ইংরেজবাজার থানার বড় মহদিপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবককের নাম সানিরুল শেখ ( ২৪)। পেশায় লড়ি চালক। মাদক পাচারের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হাসিউর শেখ। পেশায় শ্রমিক। সম্পর্কে দুই ভাই। ঘটনায় অপর পক্ষের আরও দুই জন জখম রয়েছে।
advertisement
আরও পড়ুন - Ind vs Zim: অবশেষে কাঁচি হলেন দীনেশ কার্তিক, কিন্তু আসল কারণটা ঠিক কী
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত পাঁচ থেকে ছয় মাস আগে কয়েকজন বন্ধু মিলে শুরু করে চোরাকারবারি। রমরমিয়ে চলছিল চোরাপথে বাংলাদেশ ফেনসিডিল পাচারে ব্যাবসা। ফোন মারফৎ বাংলাদেশের পাচারকারীদের সাথে যোগাযোগ করে এপার থেকে পাঠানো হতো ফেনসিডিল। মাঝে ভাগ হয়ে যায় ব্যাবসা। দুই বন্ধু নিজেদের মত করে চালাতে থাকে চোরাকারবার। ওপারে একি পাচারকারীর কাছে মাদক বিক্রি নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ। অভিযোগ কালাম শেখ ও মৃত সানিরুল শেখের মধ্যে বিবাদ বাঁধে।
আরও পড়ুন - টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ক্রিকেটার
ওপারে একই পাচারকারীর কাছে দুই জনেই মাদক বিক্রির জন্য যোগাযোগ করে। এই নিয়েই শনিবার বিবাদ বাঁধে। তার জেরে আমবাগানে মীমাংসা করার জন্য একত্রিত হয় দুই পক্ষ। সেখানে ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় সেখানে দুই জন পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। এক জনের চিকিৎসা চলছে। অপর গোষ্ঠীর দুই জন জখম রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। তবে পলাতক রয়েছে অভিযুক্তরা।
Harashit Singha