Ind vs Zim: অবশেষে কাঁচি হলেন দীনেশ কার্তিক, কিন্তু আসল কারণটা ঠিক কী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিকে সুযোগ পেয়েও প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পন্থ৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন৷
#মেলবোর্ন: দীনেশ কার্তিক অবশেষে বাদ পড়লেন৷ জয়ের ছন্দে থাকলেও দলের প্লেয়িং ইলেভেন বদলের রাস্তায় হাঁটল টিম ম্যানেজমেন্ট৷ ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচে দীনেশ কার্তিকের বদলে দলে এলেন তরুণ তুর্কি ঋষভ পন্থ৷ বাংলাদেশের বিরুদ্ধে টানটান লড়াইয়ের ম্যাচে পাঁচ রানে জয়ের পরে এদিন রবিবার নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে ভারত৷ এদিনের জয় হারের ওপর তারা গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে নাকি দ্বিতীয় স্থানে থেকে শেষ চারের টিকিট পাবে তা নিশ্চিত হবে৷
ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচে কেন খেলছেন না দীনেশ কার্তিক?
এদিন টসে জেতার পর রোহিত শর্মা মাঠেই বড় খবরটি ঘোষণা করে দেন যে প্রথম একাদশে নেই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক৷ তাঁর জায়গায় গ্লাভস হাতে উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন পন্থ৷ লাগাতারই ব্যাট হাতে রান নেই কার্তিকের৷ সিনিয়র ক্রিকেটাররাও নিয়মিত দাবি তুলছিলেন কোন যুক্তিতে টিম ম্যানেজমেন্ট পন্থকে বসিয়ে কার্তিককে খেলাচ্ছেন৷ তাই অবশেষে টিম ম্যানমেন্টও সেই কথা বুঝেছে নিঃসন্দেহে৷
advertisement
advertisement
ব্যাট হাতে শেষ দশ ইনিংসে তাঁর রান বেশ খারাপ৷ ইনদওরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ৪৬ রানের ইনিংস ছাড়া চোখে পড়ার মতো কোনও পারফরম্যান্স নেই৷ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের বিরুদ্ধে তিনি যথাক্রমে ১, ৬ ও ৭ রান করেছেন৷

advertisement
শুধু ব্যাট হাতে নড়বড়ে পারফরম্যান্স নয়, উইকেটের পিছনেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ম্যাচে মিস করেছেন দীনেশ কার্তিক৷ তাই একেবারে সেমিফাইনালে প্লেয়িং ইলেভেনে বদলের চেয়ে গ্রুপ পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধেই পন্থকে দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট৷
এদিন ম্যাচ শুরুর আগে রোহিত শর্মা বলেছেন, ‘‘একটা বদল, ঋষভ পন্থ খেলছেন ডিকে-র জায়গায়, তিনিই একমাত্র ক্রিকেটার ়যিনি এই ট্যুরে একটি ম্যাচেও খেলেননি৷, এমনকি ওয়ার্মআপ ম্যাচেও খেলেননি৷ আমরা ওঁকে একটা সুযোগ দিলাম৷ কিছুই বদলায়নি, আমরা দল হিসেবে ভাল করতে চাই৷ ’’
advertisement
ভারতের প্লেয়িং ইলেভেন (IND Playing 11)
১) কেএল রাহুল (KL Rahul)
২) রোহিত শর্মা (Rohit Sharma ) - অধিনায়ক
৩) বিরাট কোহলি (Virat Kohli)
৪) সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)
৫) হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)
৬) ঋষভ পন্থ (Rishabh Pant)- উইকেটরক্ষক
৭) অক্ষর প্যাটেল (Axar Patel)
advertisement
৮) রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)
৯) ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)
১০) মহম্মদ শামি (Mohammed Shami)
১১) অর্শদীপ সিং (Arshdeep Singh)
এদিকে সুযোগ পেয়েও প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পন্থ৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 2:41 PM IST