TRENDING:

Malda News: চারটি অত্যাধুনিক পিস্তল-সহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ ম্যাগাজিন

Last Updated:

 অস্ত্র কারবারিকে এবার গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। এতদিন অস্ত্র পাচারকারীদের গ্রেফতারের খবর প্রকাশ্য এসেছে। এইবার কালিয়াচক থানা এলাকা থেকে দুই অস্ত্র কারবারিকে প্রচুর অস্ত্র সহ গ্রেফতার করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: অস্ত্র কারবারিকে এবার গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। এতদিন অস্ত্র পাচারকারীদের গ্রেফতারের খবর প্রকাশ্য এসেছে। এইবার কালিয়াচক থানা এলাকা থেকে দুই অস্ত্র কারবারিকে প্রচুর অস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। ধৃত দু'জনের হেফাজত থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক চারটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড কার্তুজ।
আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুই
আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুই
advertisement

আরও পড়ুন: 'যেন মানুষ আমাকে ভুল না বোঝে...', কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী!

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই ব্যক্তি হালিম শেখ এবং জনি শেখ। কালিয়াচক থানার ঘরিয়ালচক এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু'জনই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সেভেন এম এম পিস্তল। পাঁচটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড কার্তুজ।

advertisement

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদহের কালিয়াচক থানার পুলিশ হানা দেন ঘড়িয়ালচক এলাকায়। সেখানে একটি গোপন ডেরায় হানা দিয়ে দুই জনের হদিস মিলছে। তাদের হেফাজত থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত দুই জন চোরা বাজারে আগ্নেয়াস্ত্র বিক্রি করে থাকে।

View More

আরও পড়ুন: বাঘা বাঘা বুদ্ধিমানও ফেল...! মাত্র ১০% দিয়েছেন সঠিক উত্তর! মেয়েটির নাম কী বলুন দেখি? উত্তরই বলে দেবে আপনি কতটা স্মার্ট

advertisement

বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বিক্রি করে। এদের কাছ থেকে চোরাপথে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান এই কারবারি সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে। বৃহস্পতিবার অভিযুক্ত দুজনকে মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: চারটি অত্যাধুনিক পিস্তল-সহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ ম্যাগাজিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল