TRENDING:

Malda News: নিম্নচাপের টানা বৃষ্টি, জলমগ্ন মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল

Last Updated:

নিম্নচাপের টানা কয়েক দিনের বৃষ্টিতে ফের জলমগ্ন মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। লাগাতার বৃষ্টির জেরে জল থৈ থৈ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে হাসপাতাল ভবনের একাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : নিম্নচাপের টানা কয়েক দিনের বৃষ্টিতে ফের জলমগ্ন মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। লাগাতার বৃষ্টির জেরে জল থৈ থৈ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে হাসপাতাল ভবনের একাংশ। মঙ্গলবার রাত থেকে জল জমতে শুরু করে। বুধবার সকাল পর্যন্ত একাধিক বিভাগ জলমগ্ন হয়ে পড়েছে। চরম সমস্যায় রোগী,রোগীর পরিবারের লোকেরা। জমা জলের মধ্যেই চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন স্বাস্থ্যকর্মীরা। বৃষ্টি পড়তেই জল জমছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।
advertisement

হাসপাতাল সংলগ্ন আশেপাশের নিকাশি ব্যবস্থার সমস্যা থাকায় বারবার জল জমছে এমনটাই দাবি স্থানীয়দের। এর আগেও হাসপাতাল চত্বরে জমা জল নিকাশ করতে জল সেচের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার রাত থেকে জল জমতে থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা। চারিদিকে জল জমে থাকায় থাকতে পারছেন না হাসপাতাল চত্বরে। যদিও মেডিকেল কতৃপক্ষের তরফ থেকে জল সেচের ব্যবস্থা নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ যোগান কম! পুজোয় পদ্মের আকাল দেখা দিতে পারে মালদহে

শুধু মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর নয়জলমগ্ন মালদহ শহরের রথবাড়ি দৈনিক সবজি বাজার নেতাজি পৌর মার্কেটের একাধিক দোকান।রাতে জল ঢুকে গিয়েছে একাধিক দোকানে। সবজি বাজারে ভেসে গিয়েছে একাধিক বিক্রেতার দোকান। রাত থেকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর তারি সবজি বাজার জুড়ে হাঁটু জল জমেছে। একাধিক ব্যবসায়ীর সবজি জলে ভেসে গিয়েছে। সকালে বাজারে এসে এমন অবস্থায় দেখেন ব্যাবসায়ীরা।

advertisement

View More

আরও পড়ুনঃ ডেঙ্গির প্রকোপ মালদহ জেলা জুড়ে, আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন 

 

 

বৃষ্টির জল জমে এদিন সকাল থেকেই বন্ধ রথবাড়ি সবজি বাজার। দোকান নিরাপদ জায়গাই তুলে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। মুষলধারে বৃষ্টি পড়তেই পুরসভার নিকাশি ব্যবস্থার বেহাল পরিকাঠামো প্রকাশ্যে। টানা কয়েকদিনের বৃষ্টিতে এই জলমগ্ন মালদহ শহরের একাধিক এলাকা। শুধুমাত্র মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল রথবাড়ি মার্কেট চত্বর নয়, শহরের একাধিক ওয়ার্ডেও জল জমে রয়েছে। একাধিক এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় মালদহ শহরে জল জমছে এমনটাই দাবি সাধারণ মানুষের।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
সব বাঁধা অতিক্রম করে এগিয়ে চলেছেন দীপঙ্কর, স্বপ্ন ভারতীয় ক্রিকেট দলে খেলা
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: নিম্নচাপের টানা বৃষ্টি, জলমগ্ন মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল