Malda News: ডেঙ্গির প্রকোপ মালদহ জেলা জুড়ে, আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন 

Last Updated:

পুজোর প্রাক মুহূর্তে ডেঙ্গুর প্রকোপ মালদহ জেলা জুড়ে।  জেলার শহরাঞ্চল থেকে গ্রামীণ এলাকায় ধড়া পড়েছে ডেঙ্গু। আক্রান্ত রোগীদের অধিকাংশ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদহ শহরেও গত কয়েকদিনে ডেঙ্গু রোগীর হদিশ মিলেছে।

+
নিজস্ব

নিজস্ব ছবি ৷

#মালদহ: পুজোর প্রাক মুহুর্তে ডেঙ্গির প্রকোপ মালদহ জেলা জুড়ে।জেলার শহরাঞ্চল থেকে গ্রামীণ এলাকায় ধড়া পড়েছে ডেঙ্গি। আক্রান্ত রোগীদের অধিকাংশ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদহ শহরেও গত কয়েকদিনে ডেঙ্গি রোগীর হদিশ মিলেছে। ইংরেজ বাজার পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়াও শহরের বালুরচর এলাকায় আরও একজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শহরে ডেঙ্গি ধরা পড়তেই তৎপর হয়েছে পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মালদহ শহরের যারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাদের অধিকাংশ গত দুই তিন দিন আগে কলকাতায় গিয়েছিলেন। কলকাতা থেকে ফিরেই তাদের ডেঙ্গি ধরা পড়েছে এমনটাই দাবি। তবে ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসন ও জেলাশাসক দফতরের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
advertisement
রাজ্যে জুড়েই ডেঙ্গির প্রকোপ। প্রথম দিকে মালদহে ডেঙ্গির হদিশ মেলেনি। তবে গত কয়েক দিন ধরে মালদহে ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ডেঙ্গি আক্রান্ত রোগীরা। একই ওয়ার্ডের মধ্যে রাখা হয়েছে ডেঙ্গি আক্রান্ত রোগীদের। আতঙ্কে রয়েছেন পাশের অন্যান্য রোগীরাও। ডেঙ্গি আক্রান্ত রোগীদের বাড়ি পুখুরিয়া থানা কালিয়াচক থানা রতুয়া থানা সহ মালদহ জেলার বিভিন্ন প্রান্তে।
advertisement
advertisement
আরও পড়ুন:  Murshidabad News: আদালতের নির্দেশে সালারের মালিহাটী কান্দরা মোড়ে ভাঙ্গা হল অবৈধ নির্মাণ
মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে গত এক সপ্তাহে মালদহ জেলায় ১২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মালদহ জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ২২৮ জন। গত কয়েকদিন ধরে প্রকোপ বেড়েছে, সমস্ত বিষয়ের উপর নজর রাখাছে জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি ব্লক আধিকারিক যারা রয়েছেন তাঁদের সঙ্গেও প্রতিদিন কথাবার্তা চলছে জেলা স্বাস্থ্য দফতর।
advertisement
আরও পড়ুন:  Alipurduar News: পুজোর মুখে জমছে না হাট, চিন্তায় আলিপুরদুয়ারের ব্যবসায়ীরা
বাড়ির আশেপাশে যেন জমা জল না জমতে দেওয়া হয়। সেই বিষয়গুলির উপর নজরদারি শুরু হয়েছে। অন্যদিকে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, মালদহ জেলার ইতিমধ্যে বেশ কিছু এলাকায় ডেঙ্গি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। সমস্ত বিষয়ের উপর নজর রাখা হচ্ছে ডেঙ্গির সঙ্গেমোকাবেলার জন্য।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ডেঙ্গির প্রকোপ মালদহ জেলা জুড়ে, আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement