গত দু'বছর করোনার কারণে সরস্বতী পুজোর জাঁকজমকে অনেকটাই ভাটা পড়েছিল। কিন্তু এই বছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় সরস্বতী পুজোর সংখ্যা বেড়েছে। তাই মালদহের মৃৎশিল্পীরা ভেবেছিলেন এই বছর বিপুল পরিমাণে প্রতিমা তৈরির অর্ডার পাবেন তাঁরা। কিন্তু অর্ডার এলেও তা আশাপ্রদ নয় বলে আক্ষেপের সুরে জানিয়েছেন মৃৎশিল্পীরাই।
তবে পুজোর কয়েকদিন আগে থেকে বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মৃৎশিল্পীরা। এদিকে এবার প্রজাতন্ত্র দিবসের দিন সরস্বতী পুজো পড়ায় কিছুটা হলেও চিন্তিত মৃৎশিল্পীরা। কারণ প্রজাতন্ত্র দিবসের দিন সাধারণ মানুষ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন। সকাল থেকেই প্রজাতন্ত্র দিবসের নানান অনুষ্ঠান হয়। তাতে কিছুটা হলেও সরস্বতী প্রতিমা বিক্রির সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্পীরা।
advertisement
আরও পড়ুন: নতুন তৈরি রাস্তায় বড় বড় ফাটল, গর্ত! অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে
এদিকে দিনের পর দিন বাড়ছে জিনিসপত্রের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরস্বতী প্রতিমা তৈরির উপকরণের দামও বেড়েছে। ফলে খরচও বেড়েছে মৃৎশিল্পীদের। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে মালদহের বেশিরভাগ মৃৎশিল্পী অর্ডারের দিকে খেয়াল রেখেই অল্প সংখ্যায় প্রতিমা তৈরি করছেন। তবে অর্ডার তুলনায় কম থাকলেও এই মুহূর্তে সরস্বতী প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আছেন মৃৎশিল্পীরা। কোথাও প্রতিমার রং করা শুরু হয়েছে। আবার কোথাও মাটির প্রলেপ দিয়ে প্রতিমা শুকোতে দেওয়া হয়েছে। এই অবস্থায় ভালো অর্ডার না আসার উদ্বেগ মনে নিয়েই ব্যস্ততার সঙ্গে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ সারছেন শিল্পীরা। তবে তাঁদের আশা, শেষ মুহূর্তে ভাল বিক্রি বাটা হয়ে সরস্বতী প্রতিমার বাজার জমজমাট হয়ে উঠবে।
হরষিত সিংহ