উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) শম্পা হাজরা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, শিল্পদ্যোগী তথা জেলা ব্যবসায়ী উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা। জানা গিয়েছে,ফ্যাক্টরির ইন্সুরেন্স, লাইসেন্স এবং জল ফ্যাক্টরির ক্ষেত্রে জল তোলার বিভিন্ন লাইসেন্স এর নিয়ম নিয়ে এই কর্মশালা। সময় মত লাইসেন্স তৈরি, রিনুয়াল সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সচেতনতা করা হয়।
advertisement
আরও পড়ুনঃ প্রথমবার ন্যাশনাল ম্যাথামেটিক্স কনভেনশনে অংশগ্রহণ, তাতেই দুর্দান্ত ফল!
ব্যবসায়ী তথা শিল্পদ্যোগী উজ্জ্বল সাহা বলেন, আমরা জেলা প্রশাসনের কাছে সিঙ্গেল উইন্ডো নীতি চালুর দাবি জানিয়েছি। সিঙ্গেল উইন্ডো হলে আমাদের ব্যাবসায়ীদের সুবিধা হবে। একটি লাইসেন্সে সমস্ত কাজ হবে। এখন আমাদের একটি শিল্প- কারখানার জন্য একাধিক লাইসেন্স করতে হয়। অনেক অসুবিধা হয়। তাই আমরা এই দাবি জানিয়েছি।মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে প্রকৃত যারা শিল্পদ্যোগী তাদের নিয়ে এই কর্মশালা। যেখানে ফ্যাক্টরি লাইসেন্স, সুইড সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
আরও পড়ুনঃ মালদহে স্কুল ছুট কত? জানতে সার্ভে করবে সর্বশিক্ষা মিশন
রাজ্য এবং জেলার শিল্পের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম সেই নীতির আওতায় নিয়ে এসে শিল্প উদ্যোগীদের উৎসাহিত করুক। জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল বলেন, শিল্প উদ্যোগীদের সচেতন করতে এই কর্মশালার আয়োজন। সুযোগ সুবিধা সরকারি বিভিন্ন নীতি নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
Harashit Singha






