TRENDING:

Malda: চাহিদা কম হওয়ায় মার খাচ্ছে ছানা ব্যবসা

Last Updated:

সমস্ত ক্ষেত্রে দ্রব্যমূল্য লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে। ব্যতিক্রম শুধু ছানা। দিনের পর দিন ছানার দাম পড়তে থাকায় ব্যাপক লোকসানের মুখে মালদহ জেলার পাঁচ শতাধিকের বেশি ছানা ব্যবসায়ী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: সমস্ত ক্ষেত্রে দ্রব্যমূল্য লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে। ব্যতিক্রম শুধু ছানা। দিনের পর দিন ছানার দাম পড়তে থাকায় ব্যাপক লোকসানের মুখে মালদহ জেলার পাঁচ শতাধিকের বেশি ছানা ব্যবসায়ী। বর্তামানে মালদহের বাজারে ছানার দাম সর্বনিম্ন ৬০ টাকা কেজি পর্যন্ত নেমেছে। এদিকে এক কেজি ছানা তৈরি করতে চার লিটার দুধ প্রয়োজন হয়। যার দাম ১৪০ টাকা। ফলে কেজি প্রতি ব্যাপক লোকসানের মুখে পড়ছেন উৎপাদনকারী ব্যবসায়ীরা। ব্যাপক হারে ছানার দাম হ্রাস পাওয়ার মূল কারণ চাহিদার তুলনায় বেশি পরিমাণে ছানা উৎপাদন। মালদহ শহরের মিষ্টি ব্যবসায়ীদের দাবি, ফি বছর গরমের মরশুমে সব ধরনের মিষ্টির চাহিদা কিছুটা কমে যায়। কারণ এই সময় বাজারে বিভিন্ন ধরনের ফল ব্যাপক হারে পাওয়া যায়। তাই মানুষ মিষ্টি কম খায়। এদিকে এই সময় জেলায় দুধের উৎপাদন বেশি হয়। মালদা জেলায় যে পরিমাণ দুধ উৎপাদন হয় তা সরাসরি বিক্রি হয় না। কারণ নামিদামি কোম্পানির প্যাকেট বন্দি দুধের দাপট। তাই দুধ উৎপাদনকারীরা অধিকাংশ দুধ থেকে ছানা তৈরি করেন।মালদা জেলায় দুধ সংরক্ষণ করে রাখার কোনো পরিকাঠামো নেই।তাই বাধ্য হয়ে প্রতিদিন দুধ বা ছানা বিক্রি করতে হচ্ছে উৎপাদনকারীদের।নষ্ট হয়ে যাবার ভয়ে অনেক কম দামে বাধ্য হয়েই বিক্রি করছেন ব্যবসায়ীরা। আগামী দুই মাস এমনটাই চলবে দাবি ব্যবসায়ীদের একাংশের।
advertisement

লোকসানের হাত থেকে রক্ষা পেতেমালদহ জেলার দুধ ব্যবসায়ী ও উৎপাদনকারীরা দুধ সংরক্ষণ করে রাখার পরিকাঠামোর দাবি তুলেছেন  সরকারি উদ্যোগে। পাশাপাশি ছানার নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়ারও দাবি তুলেছেন। উত্তরবঙ্গের সর্ববৃহৎ ছানার বাজার মালদহে অবস্থিত।ইংরেজবাজার শহরের অতুলচন্দ্র মার্কেটে মধ্যে রয়েছে এই ছানা বাজার।প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫ কুইন্ট্যাল ছানা কেনা বেচা হয় এই মার্কেটে। মার্কেটে ব্যবসায়ীরা ছানার দাম পারিশ্রমিক অনুযায়ী পাচ্ছে না বলি অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ স্বামীকে ভয় দেখাতে ৭৫০০ টাকা দিয়ে বন্দুক কিনলেন মহিলা!

যার ফলে চিন্তায় পড়েছে ছানা ব্যবসায়ীরা। এই বাজারে ছানার পাশাপাশি বাজারে ক্ষীরও বিক্রি হয়। মালদহ জেলার ইংরেজবাজারকালিয়াচকমোথাবাড়িমানিকচক হবিবপুর সহ আরো কিছু ব্লক থেকে ব্যবসায়ীরা ছানা তৈরি করে প্রতিদিন বিকেলে এই মার্কেটে বিক্রি করতে আসেন। মালদহ জেলা ছানা ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে১৯৮২ সালে এই মার্কেট শুরু হয়। দীর্ঘদিনের এই মার্কেট পরিকাঠামো গত নানান সমস্যায় জর্জরিত। তবে বর্তমানে ছানার দাম না পেয়ে হতাশ হয়ে পড়ছেন অধিকাংশ ব্যবসায়ী।

advertisement

View More

আরও পড়ুনঃ কলেজ ছাত্রীর মাকে মারধরের অভিযোগ প্রতিবেশী যুবক ও তার পরিবারের বিরুদ্ধে

অনেকেই ছানার ব্যবসা ছাড়তে শুরু করেছেন। তবে উৎপাদিত দুধ সংরক্ষন করার জায়গা না থাকায় সবচেয়ে বেশি সমস্যায়  পড়তে হচ্ছে সকলকেই।তাই দুধ উপাদনকারী থেকে ছানা ব্যবসায়ী এমনকি জেলার মিষ্টি ব্যবসায়ীদের একাংশ চাইছেন জেলায় দুধ সংরক্ষণ পরিকাঠামো তৈরি করুক  প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

 Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: চাহিদা কম হওয়ায় মার খাচ্ছে ছানা ব্যবসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল