Malda: স্বামীকে ভয় দেখাতে ৭৫০০ টাকা দিয়ে বন্দুক কিনলেন মহিলা!

Last Updated:

ঠিকাদার স্বামীকে ভয় দেখানোর জন্য চোরা কারবারীদের থেকে আগ্নেয়াস্ত্র কিনে শ্রীঘরে নববধূ। মালদহ শহরে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করার পরেই পুলিশের জালে ধড়া পড়ে অভিযুক্ত মহিলা।

মালদহ: ঠিকাদার স্বামীকে ভয় দেখানোর জন্য চোরা কারবারীদের থেকে আগ্নেয়াস্ত্র কিনে শ্রীঘরে নববধূ। মালদহ শহরে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করার পরেই পুলিশের জালে ধড়া পড়ে অভিযুক্ত মহিলা। মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ শহরে। পুলিশ অভিযুক্ত মহিলাকে সোমবার মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম ইয়াসমিন খাতুন ( ২৬) বাড়ি মালদহের কালিয়াচক থানার ঘড়িয়ালচক এলাকায়। গত আট মাস আগে নদীয়া জেলার করিমপুরে বিয়ে হয়। স্বামী পেশায় ঠিকাসংস্থার লেবার সাপ্লায়ার। দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে রয়েছে। তাই স্বামীকে ভয় দেখাতেই আগ্নেয়াস্ত্র কেনার চিন্তা ভাবনা। পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন, স্বামীকে ভয় দেখানোর জন্যই নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার চিন্তাভাবনা। ফোনের মাধ্যমে আগ্নেয়াস্ত্র কারবারিদের সাথে যোগাযোগ হয়। দামদর ঠিক হয়ে যাবে রবিবার আগ্নেয়াস্ত্র নিতে আসেন মহিলা। দীর্ঘদিন ধরেই বাবার বাড়িতে রয়েছেন তিনি।
রবিবার পাড়ার কয়েকজন বান্ধবী কলেজে ক্লাস করতে আসেন। তার বান্ধবীরা মালদহ ওমেন্স কলেজের দূরশিক্ষা পড়ুয়া। মালদা শহর ঘোরার অজুহাতে বান্ধবীদের সাথে আসেন মহিলা। বান্ধবীরা ক্লাসে ঢুকে যাওয়ার পর ওমেন্স কলেজের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেখানে অপরিচিত এক যুবক তার হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে যায়। আগ্নেয়াস্ত্রের দাম দিয়ে দেন মহিলা। পুলিশি জেরায় মহিলা আরও জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রের দাম হয়েছিল সাত হাজার ৫০০ টাকা।
advertisement
আরও পড়ুনঃ কলেজ ছাত্রীর মাকে মারধরের অভিযোগ প্রতিবেশী যুবক ও তার পরিবারের বিরুদ্ধে
যে অস্ত্র কারবারি সাথে তার ফোনে যোগাযোগ হয়েছিল সে অস্ত্র দিতে আসেনি। অন্য একজন এসে অস্ত্র দিয়ে যায়। অস্ত্র নিয়ে মহিলা তার ব্যাগে রাখার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মহিলার ব্যাগের তল্লাশি চালিয়ে উদ্ধার করে আগ্নেয়াস্ত্রটি। গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ট্রায়ালে উত্তীর্ণ হল আদিবাসী পড়ুয়া জো সোরেন, উচ্ছ্বসিত মালদহের ক্রীড়ামহল!
স্বামীকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র কেনার কথা পুলিশি জেরায় স্বীকার করলেও এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এমনটাই দাবি পুলিশের একাংশের। ঘটনার সঠিক তদন্ত করতে অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদন জানায় ইংরেজবাজার থানা।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: স্বামীকে ভয় দেখাতে ৭৫০০ টাকা দিয়ে বন্দুক কিনলেন মহিলা!
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement