মূল রাস্তা কেন পাকা হয়নি? রাস্তা পাকা করার দাবি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা রাস্তাটি পাকা করার আশ্বাস দিয়েছিল। ভোটের চার বছর কেটে গেলেও রাস্তা তৈরি আজ হয়নি। ছিটেফোঁটাও কাজ হয়নি এই রাস্তায়। বর্ষা আসলেই কাদা ভেঙে চলতে হয় হাজার হাজার মানুষকে।
আরও পড়ুনঃ নিউজ ১৮ লোকালের খবরের জের! তড়িঘড়ি স্কুল ভবনের জায়গা পরিদর্শন জেলা প্রশাসনের
advertisement
রাস্তার খারাপের জন্য একাধিক বার দুর্ঘটনার শিকার হয়েছেন এলাকার পড়ুয়ারা থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষ। বেহাল রাস্তাটি মেরামতি বা তৈরীর বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি স্থানীয় পঞ্চায়েত প্রধান। তবে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য, রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ আধুনিক মেশিনে কাটা হবে রেশম সুতো, দ্রুত চালু হচ্ছে সিল্ক পার্ক
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বেহাল রাস্তা মেরামতি না হওয়ায় বর্ষার মরশুমে চরম সমস্যায় দিন কাটছে গ্রামের বাসিন্দাদের। এমনকি স্থানীয়দের অভিযোগ রাস্তা না থাকায় উন্নয়ন থেকে বঞ্চিত এলাকা। স্থানীয়দের এখন একটাই দাবি গ্রামীণ রাস্তা তৈরি করুক প্রশাসন।
Harashit Singha