এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অনান্যরা। প্রতিবছর ইংরেজবাজার পৌরসভা ও ১০ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে এই দিনটি পালন করা হয় স্থানীয় ক্ষুদিরাম পার্কে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এদিন শহীদ বিপ্লবীর অবক্ষয় মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্যের পাশাপাশি ওয়ার্ড কমিটির সদস্যদের সমন্বয়ে রাখি উৎসব পালন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ রাখী বন্ধনে অভিনব কর্মসূচী এক কলেজ ছাত্রী ও তাঁর দিদির! জানুন...
ওয়ার্ড কমিটির সদস্যরা একে অপরের হাতে রাখি পরিয়ে মিলন উৎসব পালন করা হয়। শুধু ওয়ার্ড কমিটির সদস্যরা নিজেদের মধ্যে নয় এদিন স্থানীয়দের কে নিয়েও রাখি উৎসব পালন করা হয় সাড়ম্বরের সাথে।
আরও পড়ুনঃ তৈরি না হওয়া হস্টেলে ওয়াইফাই কানেকশনের ভুয়ো বিল! প্রায় কোটি টাকা নয় ছয়-এর অভিযোগ
ওয়ার্ড কমিটির সদস্য তথা অনুষ্ঠানের উদ্যোক্তা দেবপ্রিয় সাহা বলেন, প্রতিবছর স্থানীয় ক্ষুদিরাম পার্কে এই দিনটি পালন করা হয়। এ বছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন করলাম। পাশাপাশি রাখি বন্ধন অনুষ্ঠান ও পালন করা হয়।
Harashit Singha