ভবনের কাজের শিল্যানাস করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস , যদুপুর -১ পঞ্চায়েতের প্রধান আয়েশা ইয়াসমিন সহ অন্যান্যরা। জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য গত ৭ বছর আগে যদুপুর -১ নম্বর পঞ্চায়েত অফিস ভেঙে দেওয়া হয়। তারপর থেকেই একটি ভাড়া বাড়িতে অফিস চলছিল। প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েত অফিস তৈরির জন্য জায়গা পরিদর্শন করা হচ্ছিল।
advertisement
আরও পড়ুনঃ ই- রিক্সার দাপটে বিপাকে সাইকেল ভ্যান চালকরা!
যদুপুর গ্রামের এক বাসিন্দা কিছু জমি দান করেন। পাশেই সরকারি একটি ভেস্ট জমি মিলিয়ে এক বিঘা জমি পঞ্চায়েতের নামে করা হয়। সরকারি ভাবে এই পঞ্চায়েত অফিস ভবন তৈরির জন্য ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে প্রথম পর্যায়ে। সেই টাকায় কাজ শুরু হবে আগামী সাত দিনের মধ্যে। পঞ্চায়েত অফিস ভবনে একটি মার্কেট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে। এতে একদিকে যেমন এলাকার বাসিন্দাদের সুবিধা হবে, অপর দিকে পঞ্চায়েতের আয় হবে।
Harashit Singha