TRENDING:

Malda News: ভাড়া বাড়িতে চলছিল পঞ্চায়েত অফিস! অবশেষে মিলছে নতুন ভবন

Last Updated:

ভাড়া বাড়িতে চলছিল পঞ্চায়েত অফিস। মোটা অংকের টাকা খরচ হচ্ছিল গ্রাম পঞ্চায়েতের। অবশেষে স্থানীয় এক বাসিন্দা জমি দান করায় নতুন পঞ্চায়েত ভবন পেতে চলেছে মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর-১ পঞ্চায়েত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : ভাড়া বাড়িতে চলছিল পঞ্চায়েত অফিস। মোটা অংকের টাকা খরচ হচ্ছিল গ্রাম পঞ্চায়েতের। অবশেষে স্থানীয় এক বাসিন্দা জমি দান করায় নতুন পঞ্চায়েত ভবন পেতে চলেছে মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর-১ পঞ্চায়েত। জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য পুরাতন পঞ্চায়েত অফিস ভেঙে ফেলা হয়েছিল। তারপর থেকেই কোন ভবন ছিল না। দান করা জমি ও সরকারি একটি ভেস্ট জমি মিলিয়ে এক বিঘা জমিতে তৈরি হবে পঞ্চায়েত অফিস।রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের কাজের শিলান্যাস হয়ে গেল।
advertisement

ভবনের কাজের শিল্যানাস করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস , যদুপুর -১ পঞ্চায়েতের প্রধান আয়েশা ইয়াসমিন সহ অন্যান্যরা। জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য গত ৭ বছর আগে যদুপুর -১ নম্বর পঞ্চায়েত অফিস ভেঙে দেওয়া হয়। তারপর থেকেই একটি ভাড়া বাড়িতে অফিস চলছিল। প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েত অফিস তৈরির জন্য জায়গা পরিদর্শন করা হচ্ছিল।

advertisement

আরও পড়ুনঃ ই- রিক্সার দাপটে বিপাকে সাইকেল ভ্যান চালকরা!

যদুপুর গ্রামের এক বাসিন্দা কিছু জমি দান করেন। পাশেই সরকারি একটি ভেস্ট জমি মিলিয়ে এক বিঘা জমি পঞ্চায়েতের নামে করা হয়। সরকারি ভাবে এই পঞ্চায়েত অফিস ভবন তৈরির জন্য ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে প্রথম পর্যায়ে। সেই টাকায় কাজ শুরু হবে আগামী সাত দিনের মধ্যে। পঞ্চায়েত অফিস ভবনে একটি মার্কেট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে। এতে একদিকে যেমন এলাকার বাসিন্দাদের সুবিধা হবে, অপর দিকে পঞ্চায়েতের আয় হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ভাড়া বাড়িতে চলছিল পঞ্চায়েত অফিস! অবশেষে মিলছে নতুন ভবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল