বৃহস্পতিবার মালদহ কলেজের সানাউল্লাহ মঞ্চে স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বৈভব চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক কর্তা আধিকারিকেরা। পাশাপাশি জেলা পুলিশ,শিক্ষা, অঙ্গনওয়াড়ী জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ সাইবার প্রতারণার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার দুই হাজারের বেশি চালু সিম কার্ড
advertisement
কৈশোরকালীন মাতৃত্ব বন্ধ করতে ব্লকে ব্লকে দুটি করে কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছেন প্রশাসনিক কর্তারা। পাঁচজনের এই কমিটিতে স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসনসহ স্কুল শিক্ষা দপ্তরের কর্মী আধিকারিকেরা থাকবেন। মূলত জেলার বিভিন্ন প্রান্তে স্কুলগুলিতে বাল্যবিবাহ নিয়ে সচেতন করবেন।
আরও পড়ুনঃ বাবা-মা দু’জনেই পড়ান স্কুলে, মেয়েদের মধ্যে প্রথম কৌশিকী নিজে হতে চায় চিকিৎসক
স্কুলে স্কুলে শিবিরের মাধ্যমে পড়ুয়াদের বাল্যবিবাহের সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। কিশোরী অবস্থায় বিয়ে হলে কি সমস্যা হতে পারে সে সমস্ত বিষয়গুলি নিয়ে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের কর্মীরা কর্মশালার মাধ্যমে পড়ুয়াদের বোঝাবেন।
Harashit Singha