এদিনের এই অনুষ্ঠানে আশেপাশের এলাকার খুদে খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। এছাড়াও বর্তমানে মালদহ জেলায় বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। চলতি বর্ষণে যে সমস্ত মালদহ জেলার খেলোয়াড়েরা বিভিন্ন ইভেন্টে ভাল ফলাফল করেছে। একাধিক খেলোয়ার রয়েছে যারা ব্যক্তিগত ইভেন্টে রাজ্য ও জাতীয় স্তরে পুরস্কার জয় করেছে। এদিনের অনুষ্ঠান মঞ্চে সে সমস্ত জেলার খেলোয়াড়দেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ হিন্দি মাধ্যম স্কুল থাকলেও জেলার কলেজগুলিতে পড়ানো হয় না হিন্দি মাধ্যমে
খুদে খেলোয়াড়েরা যাতে বর্তমানে জেলার খেলোয়ারদের দেখে আগ্রহ প্রকাশ করে তারি উদ্যোগে এমন প্রয়াস। পাশাপাশি এদিন আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে একটি প্রীতি কাবাডি ম্যাচের আয়োজন করা হয়। মহিলারা অংশগ্রহণ করেন এই কাবাডি খেলায়। খেলাধুলার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে মালদহ জেলা। গুটি কয়েক জন কোচ নিজেদের উদ্যোগে মালদহ জেলার খেলাধুলার মান এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ মালদহের আট রকমের আম মিলছে এবার কলকাতার আম মেলায়
জেলার প্রত্যন্ত এলাকা গুলি থেকে প্রতিভাবান খেলোয়ারদের নিয়ে এসে অনেকেই বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন। এতে করে গত দুই এক বছর ধরে মালদহ জেলা ভালো সাফল্য পেয়েছে। রাজ্য এমনকি জাতীয় স্তরে মালদহের একাধিক খেলোয়ার ইতিমধ্যে খেলছেন। আগামীতে মালদা জেলায় আরো বেশি করে খেলোয়াড় তৈরি করতে এমন উদ্যোগ পাল স্পোর্টস কোচিং সেন্টারের।
Harashit Singha