আরও পড়ুন: ওড়িয়া ও বাঙালি সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটাচ্ছেন ব্যবসায়ী
পুরাতন মালদহ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস করলেন উপ পুরপ্রধান সফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষ, স্থানীয় তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ বিশিষ্টজনেরা। দীর্ঘদিন ধরে মির্জাপুর এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যেত বলে অভিযোগ। এই সংক্রান্ত দুর্ভোগ থেকে এলাকার মানুষকে মুক্ত করতেই এই বিশেষ হাইড্রেন তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
advertisement
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের আর্থিক সহযোগিতায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই হাইড্রেন তৈরি করা হচ্ছে। এই ঘটনায় খুশি এলাকার মানুষ। আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে পুরাতন মালদহ পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র মির্জাপুর নয়, এই নর্দমা তৈরি হলে আশেপাশের বেশ কয়েকটি এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।
হরষিত সিংহ