মালদহ মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগ শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিনে সফলভাবে বেশ কয়েকজন রোগীর চিকিৎসাও হয়েছে এই বিভাগে। সেই নিউরো সার্জারির চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। তারই অংশ হল এই গ্রিড করিডর।মালদহ মেডিকেল কলেজে সূত্রে জানা গিয়েছে, বিশেষ টেলি মেডিসিন ব্যবস্থার মাধ্যমে এখানে নিউরো সার্জারি শুরু হয়েছে। এই পদ্ধতিতে মালদহ মেডিকেলে কোনও রোগী ভর্তি হলে তাঁর সমস্ত শারীরিক পরীক্ষা, সিটি স্ক্যানের রিপোর্ট অন লাইন পদ্ধতিতে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানকার বিশেষজ্ঞ নিউরোলজিস্টরা সেই রিপোর্ট দেখে সেখান থেকেই কী চিকিৎসা হবে বলে দেন। সেই মত মালদহ মেডিকেলের নিউরো সার্জেন্ট রোগীর চিকিৎসা করেন।
advertisement
আরও পড়ুন: দীর্ঘ ছয় দশক পর নিজস্ব ভবন পেতে চলেছে শিলিগুড়ি কমার্স কলেজ
এই পদ্ধতিতে ইতিমধ্যে ব্যাপক সাফল্য মিলছে। গত এক মাসে টেলি নিউরো সার্জারি পদ্ধতিতে মালদহে ১০ জনেরও বেশি বেন স্ট্রোকে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর আগে মালদহ মেডিকেলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসার তেমন একটা পরিকাঠামো ছিল না। ফলে বহু রোগী মূল্যবান সময় নষ্ট হওয়ার কারণে সুস্থ হতে পারেননি। বর্তমানে টেলি মেডিসিনের মাধ্যমে মালদহ মেডিকেলে উন্নত নিউরো চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাতে উপকৃত হচ্ছেন বহু মানুষ। চিকিৎসকেরা জানান, ব্রেন স্ট্রোকের রোগীদের দ্রুত সুস্থ করতে হলে 'গোল্ডেন আওয়ারের' মধ্যে হাসপাতালে নিয়ে আসতে হবে। অর্থাৎ কোনও রোগীর ব্রেন স্টোক হওয়ার দু'ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে আসতে হবে জরুরি ভিত্তিতে। ব্রেন স্ট্রোক রোগীর চিকিৎসা খুব দ্রুত শুরু করা প্রয়োজন। তাই কোনও রোগীকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দ্রুত পরিষেবা দেওয়ার জন্যই এই গ্রিন করিডর তৈরি করা হয়েছে। জরুরি বিভাগ থেকে বর্হি বিভাগের ১০৪ নম্বর রুম পর্যন্ত এই গ্রিন করিডর করা হয়েছে। এই ১০৪ নম্বর রুমে সিটি স্ক্যান করানো হয়। ব্রেন স্ট্রোকের রোগীর দ্রুত সিটি স্ক্যান করে সেই রিপোর্ট দেখে শুরু হয় চিকিৎসা। তাই সবার প্রথমে দ্রুত সিটি স্ক্যান করতে এই ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
হরষিত সিংহ