Siliguri News: দীর্ঘ ছয় দশক পর নিজস্ব ভবন পেতে চলেছে শিলিগুড়ি কমার্স কলেজ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
দীর্ঘ ছয় দশকের প্রতীক্ষার অবসান। অবশেষে শিলিগুড়ি কমার্স কলেজ নিজস্ব ভবন পেতে চলেছে। ২১ ফেব্রুয়ারি শিলিগুড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ কর্তৃপক্ষের হাতে জমির কাগজ তুলে দেবেন
শিলিগুড়ি: শিলিগুড়ি কমার্স কলেজের পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি অবশেষে মিটতে চলেছে। আগামী ২১ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সফরে এসে কলেজ কর্তৃপক্ষের হাতে নিজস্ব বিল্ডিং তৈরির জন্য জমির কাগজ তুলে দেবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য শিলিগুড়ি কমার্স কলেজের পড়ুয়ারা নিজস্ব কলেজ ভবনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।
এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, "কলেজের জমি নিয়ে আইনি সমস্যা ছিল। আমরা এটা নিয়ে কাজ করেছি। অবশেষে সমস্যার সমাধান হয়েছে। আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী নিজেই জমির নথি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করুন বা নতুন ভবনের বিষয়ে ঘোষণা করবেন।"
advertisement
advertisement
শিলিগুড়ি কলেজ অফ কমার্স ১৯৬২ সালে মাত্র কয়েকজন ছাত্র নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দীর্ঘ ছয় দশকের বেশি এই কলেজের আলাদা কোনও ভবন নেই। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কর্তৃপক্ষ শিলিগুড়ি কলেজ চত্বরেই ক্লাস করছে। ফলে এক প্রকার বাধ্য হই নাইট কলেজ হিসেবে চলে শিলিগুড়ি কমার্স কলেজের ক্লাস। কলেজের সম্পত্তি ব্যবহার করার জন্য শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষকে ভাড়া দিতে হয়। যার জন্য আলাদা কলেজ ভবনের দাবি রয়েছে কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের। বাম আমলে এসজেডিএ-পক্ষ থেকে কাওয়াখালিতে পৃথক কলেজ ভবন নির্মাণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু জমির অবৈধ দখল সহ নানান আইনি সমস্যা ছিল। অবশেষে, কয়েক বছর আগে সেই সমস্যাগুলির সমাধান হয়েছে। এসজেডিএ সূত্রে খবর, শীঘ্রই শিলিগুড়ি কমার্স কলেজের ভবন নির্মাণের কাজ শুরু হবে।
advertisement
সৌরভ চক্রবর্তী আরও জানান, তাঁরা শিলিগুড়ি, নকশালবাড়ি, বাগডোগরা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, মালবাজার প্রভৃতি গ্রামীণ এলাকায় ৪০টি উন্নয়নমূলক প্রকল্প নিচ্ছেন। যার খরচ ২৫ কোটি টাকা। কিন্তু বাজেট এখনও এর জন্য অর্থ মঞ্জুর হয়নি। যদিও এসজেডিএ প্রস্তুতি শুরু করেছে।এদিকে তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী এই সফরে লাটাগুড়িতে সরকারি ইকোপার্ক অ্যান্ড রিসর্টেরও উদ্বোধন করবেন।
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 6:08 PM IST