Hooghly News: হুগলি দাপাচ্ছে পঞ্চকন্যার রক ব্যান্ড 'লাইটিং স্টার'

Last Updated:

চন্দননগরের পঞ্চকন্যার রকব্যান্ড 'লাইটিং স্টার' সাড়া ফেলেছে হুগলিতে। স্কুল পড়ুয়া থেকে কলেজ ছাত্রী, দাপিয়ে বেড়াচ্ছে মঞ্চ

+
title=

হুগলি: পঞ্চকন্যার রক-চর্চা। চন্দননগরের পঞ্চকন্যা মিলে তৈরি করছে রকব্যান্ড। সেই ব্যান্ডের গানে মাথা দোলাচ্ছে গোটা রাজ্য। এদের কেউ পড়ে ক্লাস সেভেনে, কেউ আবার উচ্চমাধ্যমিক দেবে। বাকিরা কলেজ স্টুডেন্ট। গিটার, ড্রাম নিয়ে গানের তালে মঞ্চ কাঁপাচ্ছে তারা। পঞ্চকন্যার এই গানের ব্যান্ডের নাম 'লাইটিং স্টার'।
এই ব্যান্ডের সবথেকে ছোট সদস্য আরুশি। সে ক্লাস সেভেনের ছাত্রী। তার জন্ম আমেরিকায়। সেখানেই ড্রামে হাতেখড়ি। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন চন্দননগরে ফিরে আসে। বর্তমানে সেন্ট জোসেফ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
দ্বিতীয়জন লাল বাগান বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বিদিশা গায়েন। সে এই ব্যান্ডের বেস গিটারিস্ট। ব্যান্ড তার ধ্যান-জ্ঞান হলেও পড়াশোনাতেও যথেষ্ট দক্ষ বিদিশা। তৃতীয়জন হল শাস্ত্রীয় সঙ্গীত পারদর্শী তিতির চক্রবর্তী। কলেজ পড়ুয়া তিতির ছোট থেকে হারমোনিয়াম, তবলার সঙ্গে বেড়ে উঠলেও এখন দিব্যি গিটার, ড্রামসের দুনিয়ায় নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। সে ব্যান্ডের ভোকালিস্ট।
advertisement
advertisement
চতুর্থ ঋতু অধিকারী ব্যান্ডের লিড গিটারিস্ট। গ্র্যাজুয়েশন শেষ করে একটি বেসরকারী সংস্থায় কর্মরত। ছোট থেকেই গিটার বাজানো তার নেশা। ঋতুর বাড়ির অনেকেই গান-বাজনার সঙ্গে যুক্ত। তবে এইভাবে ব্যান্ড তৈরি করে স্টেজ পারফরম্যান্স করবে তা সে কখনোই কল্পনাও করনি। তবে বাস্তবে তাদের পারফরম্যান্স অনুপ্রাণিত করছে অন্যান্য মেয়েদের।
advertisement
পঞ্চম এবং এই দলের ব্যান্ডের খুঁটি অর্পিতা। ছোট থেকে গান করতে ভালবাসত। সঙ্গে তার ভালোবাসা গিটার। এখন সে এই ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট। সেইসঙ্গে সাউন্ড ডিজাইন করার শখ‌ও আছে অর্পিতার।
এই পঞ্চকন্যার স্বপ্ন বাস্তবায়নের পেছনে মূল কাণ্ডারী হলেন শর্মিষ্ঠা ব্যানার্জি। তিনি ব্যান্ডের সবচেয়ে ছোট সদস্য আরুশির মা। আমেরিকা থেকে এসে উদ্যোগ নিয়ে এই ব্যান্ডটি তৈরি করেন। এখন প্রায়শই হুগলির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ডাক পড়ছে লাইটিং স্টারের। জেলা এবং জেলার বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে গান গাইছে তারা। মহিনের ঘোড়াগুলি থেকে লালনের গান, সর্বত্রই তাদের অবাধ যাতায়াত।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হুগলি দাপাচ্ছে পঞ্চকন্যার রক ব্যান্ড 'লাইটিং স্টার'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement