পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হস্টেল তৈরির কাজ দীর্ঘদিন আগেই সম্পূর্ণ হয়েছে। তারপরেও চালু করার কোন উদ্যোগ নিচ্ছে না। বিশেষ করে মহিলাদের হস্টেল। সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংগঠনের গবেষক সংগঠনের পক্ষ থেকে মোট ১৩ দফা দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় উপাচার্যের কাছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পড়ুয়ারা বৃহস্পতিবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখায়।
advertisement
আরও পড়ুনঃ বুজিয়ে ফেলা হয়েছিল পুকুর! ভূমি দফতরের উদ্যোগে আবার কাটা হল জলাশয়
গবেষকদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে গিয়ে তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরে একটি ডেপুটেশন দেয়। তাঁদের দাবি গুলির মধ্যে রয়েছে, গবেষকদের পরিচয়পত্র প্রদান করতে হবে। গবেষকদের জন্য দ্রুত হস্টেল চালু করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যান্টিন চালু করতে হবে। একাধিক বিষয়ের নিজস্ব ভবন নেই, তাই দ্রুত ভাষা ভবন চালু করতে হবে। এছাড়াও লাইব্রেরির পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবির ডেপুটেশন দেওয়া হয়। গবেষকদের দাবি, এদিন উপাচার্য তাঁদের একাধিক দাবি মেনে নিয়ে দ্রুত সমস্যা গুলির সমাধানের আশ্বাস দিয়েছেন।
Harashit Singha