জরুরী ভিত্তিক মুমুর্ষ রোগীদের ও প্রথমে প্রাথমিক চিকিৎসার পর নির্দিষ্ট বিভাগে পাঠানো হয়ে থাকে। তবে এমার্জেন্সি মেডিসিন বিভাগ চালুর ফলে জরুরি ভিত্তিক মুমুর্ষ রোগীদের দ্রুত সঠিক পরিষেবা দেওয়া সম্ভব। এই বিভাগে সরাসরি মুমুর্ষ রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এতে রোগীদের ক্ষেত্রে অনেক দ্রুত সঠিক পরিষেবা মিলছে। বিশেষ করে অক্সিজেন, রক্ত, সহ বিভিন্ন জরুরি পরিষেবা। বিভাগ চালু হলেও চিকিৎসক নিয়োগ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ পরিষদীয় বিভাগ সম্পর্কে সচেতনতার বার্তা দিতে রাজ্য সরকারের প্রচার
তাই মেডিকেল কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি টিম তৈরি করে পরিষেবা চালু করেছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের তরফ থেকে এমার্জেন্সি মেডিসিন পরিষেবা চালুর জন্য চিকিৎসক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এই বিভাগ সম্পূর্ণভাবে চালু করতে এমার্জেন্সি মেডিসিন অ্যাসোসিয়েট প্রফেসর একজন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একজন ও নয় জন এসআর নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নির্মল বিদ্যালয় সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা, আয়োজিত নানা অনুষ্ঠান
শীঘ্রই মালদহ মেডিকেল কলেজের পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। চিকিৎসক নিয়োগ হয়ে গেলে সম্পূর্ণভাবে চালু করা হবে এমার্জেন্সি মেডিসিন বিভাগ। এতে মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোর একদিকে যেমন উন্নতি ঘটবে তেমনি বহু রোগী সহজে সঠিক চিকিৎসা পরিষেবা পাবেন।
Harashit Singha





