ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সহ পরিবারের লোকেরা।পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূ নাম প্রিয়াঙ্কা রবিদাস (২৩)। স্বামী আকালু রবিদাস পেশায় শ্রমিক। বাড়ি মালদহের পুকুরিয়া থানার আজিমগঞ্জ গ্রামে।
আরও পড়ুনঃ শহরে ডেঙ্গি আক্রান্ত এক, এলাকায় ব্যাপক আতঙ্ক! প্রশাসন কি তৈরি?
প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। গৃহবধুর বাবার বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। বর্তমানে প্রিয়াঙ্কা রবিদাস তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। এই অবস্থাতেও মারধরসহ অত্যাচার করত।
advertisement
আরও পড়ুনঃঅমৃত ভারত প্রকল্পে নতুন কী কী পেতে চলেছেন মালদহের মানুষজন
অভিযোগ, গত ১ আগস্ট গভীর রাতে গৃহবধূর উপর অত্যাচার করে পরিবারের লোকেরা। এমনই মারধর করে গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। গৃহবধূ চিৎকার করলে ছুটে আসে প্রতিবেশিরা। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মৃত গৃহবধূর বাবা রাজকুমার রবিদাস বলেন, “পণের দাবিতে আমার মেয়ের উপর অত্যাচার করত। জোর করে মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমার মেয়ের। থানায় অভিযোগ জানিয়েছি। আমি দোষীদের শাস্তি চাই।”
হরষিত সিংহ