আরও পড়ুন: নদীর পাড়ে ড্রাগন চাষ বিকল্প আয়ের পথ দেখাচ্ছে সুন্দরবনকে
মালদহ জেলার বিগ বাজেট দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম এই সুকান্ত স্মৃতি সংঘের পুজো। প্রতিবছর বিভিন্ন ধরনের থিমে এই পুজো নজর কাড়ে দর্শনার্থীদের। তবে শুধুমাত্র বিভিন্ন জেলার কুটিরশিল্প নয়, সেখানকার ইতিহাসও ফুটে উঠবে এই মণ্ডপে। মণ্ডপসজ্জার পাশাপাশি আলোকসজ্জাতেও থাকবে একাধিক আকর্ষণ।
advertisement
ক্লাব সভাপতি দুলাল সরকার বলেন, এবছর ক্লাবের পুজো ৪৫ বছরে পড়ল। প্রতিবছরের ন্যায় এই বছরও নতুনত্ব থাকবে পুজোর থিমে। লাল মাটির গ্রামের আদলে তৈরি হবে পুজো মণ্ডপ। কাজের পরিস্থিতি দেখে হবে বাজেট। তিনি আশা করেন এই বছরও দর্শনার্থীদের মন কাড়বে তাঁদের ক্লাবের পুজোর থিম।
হরষিত সিংহ
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 8:47 PM IST





