TRENDING:

Malda News: প্রতি জেলার কুটিরশিল্প উঠে আসবে মালদহের এই দুর্গা-মণ্ডপে

Last Updated:

মালদহের সুকান্ত স্মৃতি সংঘের দুর্গাপুজো প্রতি জেলার কুটির শিল্প থিমে সেজে উঠছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: প্রতি জেলার কুটির শিল্প এবার উঠে আসবে মালদহের মহানন্দাপল্লীর সুকান্ত স্মৃতি সংঘের মণ্ডপে। বৃহস্পতিবার খুঁটি পুজো হয়ে গেল তাঁদের। ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় ক্লাব প্রাঙ্গণে ঢাক কাঁসর বাজিয়ে খুঁটি পুজো আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার, পুজো কমিটির সম্পাদক উদয় মজুমদার, জয়ন্ত বসু সহ অন্যান্য ক্লাব সদস্যরা।
advertisement

আরও পড়ুন: নদীর পাড়ে ড্রাগন চাষ বিকল্প আয়ের পথ দেখাচ্ছে সুন্দরবনকে

মালদহ জেলার বিগ বাজেট দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম এই সুকান্ত স্মৃতি সংঘের পুজো। প্রতিবছর বিভিন্ন ধরনের থিমে এই পুজো নজর কাড়ে দর্শনার্থীদের। তবে শুধুমাত্র বিভিন্ন জেলার কুটিরশিল্প নয়, সেখানকার ইতিহাসও ফুটে উঠবে এই মণ্ডপে। মণ্ডপসজ্জার পাশাপাশি আলোকসজ্জাতেও থাকবে একাধিক আকর্ষণ।

advertisement

View More

ক্লাব সভাপতি দুলাল সরকার বলেন, এবছর ক্লাবের পুজো ৪৫ বছরে পড়ল। প্রতিবছরের ন্যায় এই বছরও নতুনত্ব থাকবে পুজোর থিমে। লাল মাটির গ্রামের আদলে তৈরি হবে পুজো মণ্ডপ। কাজের পরিস্থিতি দেখে হবে বাজেট। তিনি আশা করেন এই বছরও দর্শনার্থীদের মন কাড়বে তাঁদের ক্লাবের পুজোর থিম।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

হরষিত সিংহ

advertisement

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: প্রতি জেলার কুটিরশিল্প উঠে আসবে মালদহের এই দুর্গা-মণ্ডপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল