ট্রমা ইউনিট ভবনে ঢোকার মুখে জল জমে থাকায় রোগীর আত্মীয়দের জলের ওপর দিয়ে ট্রেচার ঠেলে রোগীদের হাসপাতালের ভেতরে ঢোকাতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই এমন সমস্যার সম্মুখীন হলেও মেডিকেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ব্যবস্থার উদ্যোগ নেয়নি এমনই অভিযোগ। আবার ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি থাকা রোগীদের ট্রলিতে শুনিয়ে নোংরা জলের উপর দিয়ে এক্সরে এমআরআই করতে নিয়ে যাচ্ছে মেডিকেল কলেজের বহির্বিভাগ বিল্ডিংয়ে। নোংরা দুর্গন্ধে ছড়িয়েছে কোটা ট্রমা কেয়ার চত্বর।
advertisement
আরও পড়ুনঃ একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ! মালদহে বরখাস্ত তিন কর্মী!
প্রচণ্ড গরমে এই গন্ধে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীর আত্মীয়দের। মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চত্বরে বাড়ছে চুরির ঘটনা। কেউ বা কারা ড্রেনের উপরে থাকা লোহার জাল চুরি করে পালিয়েছে। প্রায় নিয়মিত চুরির ঘটনা ঘটেছে। পাইপ চুরির ফলে ট্রমা কেয়ার সেন্টারের বাথরুমের নোংরা জল ঝরঝর করে পড়ছে রাস্তায় এসে।
আরও পড়ুনঃ নাকা চেকিং চালিয়ে নিষিদ্ধ ফেনসিডিলসহ গ্রেফতার এক যুবক
সেই জল পেরিয়েই ট্রমা কেয়ার সেন্টারে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে রোগীর আত্মীয়রাও। তবে হাসপাতাল ব্যবহারকারীদের উদাসীনতা আরও খারাপ করেছে পরিস্থিতি। জলের পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, গুটখার ছেঁড়া প্যাকেট জমে কোথাও আটকে গিয়েছে নোংরা জলের ধারাও। ফলে আরও বাড়ছে সমস্যা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
Harashit Singha





