বিকট শব্দ ও ধোঁয়াতে ভরে যায় চারিদিক। দ্রুত স্থানীয়রা খবর দেন দমকলে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় চার ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ পুলিশ প্রশাসন।মালদহের রথবাড়িতে রয়েছে বিচিত্রা মার্কেট। জেলার প্রধান বাজার এটি।
advertisement
পাইকারী দোকান থেকে খুচরো দোকান রয়েছে। এই বাজারের একাংশে আগুন লেগে যায়। এখন প্রযন্ত প্রায় দশটি দোকানে আগুন লেগেছে। ক্রমশ আগুন বৃদ্ধি পাচ্ছে। সকালে অধিকাংশ দোকান বন্ধ থাকায় দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের কর্মীরা। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, সম্ভবত কার্বাইড এর দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মাধ্যমিকে দুরন্ত ফল, মেয়ে হতে চায় ডাক্তার! রাতের ঘুম উড়েছে টোটোচালক বাবার
কীভাবে আগুন লেগেছে তা এখনও বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে দমকলের প্রায় চারটি ইঞ্জিন আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। কোন নিয়ন্ত্রণে না আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না ঠিক ক্ষয়ক্ষতি কত হয়েছে।সকালবেলায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এ ঘটনার জেরে। আশেপাশের ব্যবসায়ীরা আগে থেকেই নিজের দোকানের জিনিসপত্র বার করতে শুরু করেছেন।
হরষিত সিংহ