আরও পড়ুন: এক মাসে চারজন! হাতির হানায় মৃত্যু মিছিল অব্যাহত
বর্তমানে শুধু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মন্দির। ভক্তদের কাছে জাগ্রত মালদহের হবিবপুর ব্লকের মানিকোড়া ডাকাত কালী। পুজোকে ঘিরে এখানে সাতদিন ব্যাপী মেলা চলে, বসে গানের আসর মানিকোড়া গ্রামের এই কালী পুজোকে ঘিরে রয়েছে নানান গল্প। স্থানীয়দের মুখে শোনা যায় সেইসব কাহিনী। বাসিন্দাদের দাবি এই পুজো ডাকাত দলের হাত ধরে শুরু হয়। অবিভক্ত বাংলায় ঘন জঙ্গলে ডাকাতেরা শুরু করেছিলেন পুজো। কালী পুজোর রাতে ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো করত রাতভর। ভোর হওয়ার আগেই প্রতিমা বিসর্জন করে চলে যেত ডাকাত দল।
advertisement
এই জঙ্গলের মধ্যে ডাকাত দল বাংলাদেশ থেকে এসে পুজো করত। ভোরবেলা ফিরে যেত। পরে জমিদাররা এই পুজো করত। বর্তমানে গ্রামবাসীরা এই কালীপুজোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। কালীপুজোর দিন ডাকাত কালীর পুজো দেখতে ভিন রাজ্য থেকেও বহু ভক্ত আসেন। এক বিশাল মেলা বসে এখানে। সাত দিনব্যাপী চলে আলকাপ গানের আসর।
হরষিত সিংহ