পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সইদুল আলি(৩০)। বাড়ি জালালপুর গ্রামে। জানা গিয়েছে একটি জমির দখলদারীকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। জমির দখলদারি কার সেই নিয়ে আদালতে মামলা চলছে। তারপরেও জমির বিবাদ দুই প্রতিবেশীর মধ্যে থামেনি। অভিযোগ, এদিন সকালে অভিযুক্তরা বিতর্কিত জমির দখল নিতে আসে। সেই জমি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ঘিরে ফেলার চেষ্টা করে। সেই সময় বাধা দিতে যায় সইদুল আলী। এই নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে বিবাদ।
advertisement
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল
অভিযোগ বিবাদ চলাকালীন হঠাৎ অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র বার করে সইদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এরপরেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ছুটে আছে আশেপাশের বাসিন্দারা। তবে ততক্ষণে মৃত্যু হয় যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। পুলিশ ঘটনাস্থলে আসলে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। মৃতের মামা আফসার আলি বলেন, গত প্রায় তিন বছর ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। জমি বিবাদের জেরে মামলা পর্যন্ত চলছে। তারপরও জমি দখলের চেষ্টা করতে আসে অভিযুক্তরা। আমার ভাগ্না বাধা দিতে গেলে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। গুলির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
হরষিত সিংহ






