শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকেরা তাকে মালদাও মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানেই করোনা সংক্রমণ ধরা পড়ে মহিলার। বেশ কয়েকদিন ধরেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহিলার। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মালদহ মেডিকেলের করোনা ওয়ার্ডে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ তৈরি হয়নি ট্রাক টার্মিনাস, রাস্তার উপর দাঁড়িয়ে থাকছে পণ্য বোঝাই ট্রাক!
বৃহস্পতিবার নতুন করে মালদহ জেলায় মোট ১২৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। চলতি মাসের গত সপ্তাহ ধরেই জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত দুই সপ্তাহে মালদা জেলায় মোট করোনা সংক্রমণ হয়েছেন প্রায় দুই শতাধিক। বৃহস্পতিবার এক দিনেই শতাধিক করোনা সংক্রমণ ধরা পড়ায় চিন্তিত জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, করানো ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন শতাধিক।
আরও পড়ুনঃ বাস টার্মিনাস না থাকায় রাস্তার উপরে দাঁড়াচ্ছে বিভিন্ন রুটের বাস, বাড়ছে যানজট!
এমন অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেন। তিনি বলেন, মালদহ জেলায় আবারো করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। এমন অবস্থায় সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। সকলকেই ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। এখনো যারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি। তারা যেন দ্রুত ভ্যাকসিন নিয়ে নেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে।
Harashit Singha