মালদহ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেডের পক্ষ থেকে ১৯ নভেম্বর দিনটি পালন করা হয়। শনিবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা মালদহ শহরের বালুচরে সমবায় ব্যাঙ্কের কনফারেন্স হলে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, এক্সিকিউটিভ কমিটির সদস্য সুমলা আগরওয়াল সহ অন্যান্যরা। এছাড়াও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের অফিসার থেকে কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন জেলার বিভিন্ন প্রান্তের স্বয়ম্ভরগোষ্ঠীর মহিলা সদস্যরা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে কৃষকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ প্রায় চারশো বছরের পুরনো কার্তিক পুজোয় মেতে উঠল মালদহ
মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের অধীনে ঋণ গৃহিতা সমস্ত গ্রাহকদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও তাদের সমস্যার কথা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি মালদহ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে কিভাবে তারা বিভিন্ন ক্ষেত্রে আরও ভালো কাজ করবেন। ঋণ প্রদানের বিষয়ে কি করা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার বিভিন্ন প্রান্তের মেধাবী পড়ুয়া ও সমবায় শাখার কর্মীদের সংবর্ধনা জানানো হয়।
Harashit Singha