মালদহ শহরের বৃন্দাবনে ময়দান সংলগ্ন এলাকা থেকে শুরু হয় সাফাই কর্মী সংগঠনের বিক্ষোভ ব়্যালি। গোটা মালদহ শহর পরিক্রমা করে জেলা তপশিলি জাতি উপজাতি দফতরে একটি ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। বর্তমানে একাধিক সরকারি দফতর গুলিতে দুই থেকে তিন হাজার টাকা মাসিক বেতন দেওয়া হয়। সামান্য বেতনে সংসার চালাতে সমস্যায় পড়তে হয় সাফাই কর্মীদের।
advertisement
আরও পড়ুনঃ দিল্লিতে খেলার সুযোগ হাতিমারি হাই স্কুল মহিলা ফুটবল দলের
তাই দীর্ঘদিনের দাবি সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির। এছাড়াও সরকারি স্থায়ী পদে কর্তব্যরত অবস্থায় মৃত্যু কর্মীদের উত্তরসূরিদের দ্রুত চাকরির দাবিতে গত চার বছর ধরে আন্দোলন চালাচ্ছে সাফাই কর্মীদের এই সংগঠন। দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তারি দাবিতে এই দুটি দাবি জানিয়ে সোমবার তপশিলি জাতি উপজাতি দফতরে ডেপুটেশন প্রেস করা হয় সংগঠনের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ মদের আসরে দুই বন্ধুর বিবাদ! গুলি! জখম এক
নর্থ বেঙ্গল বাস ফর হরিজন ওয়েলফেয়ার অর্গানিজেশন এর মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুমার মল্লিক বলেন, উত্তরসূরিদের চাকরি ও সরকারি অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। তারপরও প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাই এদিন আমরা মালদা শহরে রাস্তায় একটি বিক্ষোভ ব়্যালি করি। আমরা ডেপুটেশন পেশ করেছি, দুই দফা দাবিতে। দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব।
Harashit Singha