TRENDING:

Malda News: ছট পুজোয় স্পেশ্যাল ট্রেন! টিকি বুকিং শুরু কবে থেকে, জেনে নিন বিস্তারিত

Last Updated:

Malda News: ছট পুজোয় উত্তর ভারতের ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় হয়। তাই ভিড় কমাতে পূর্ব রেলের এই সিদ্ধান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: রেল যাত্রীদের জন্য সুখবর।‌ ছট পুজো উপলক্ষে বিশেষ স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে ছট পুজো স্পেশাল ট্রেনের সময়সূচি ও রুট ঘোষণা করা হয়েছে। ছট পুজোয় রেলের পক্ষ থেকে বিশেষ স্পেশাল ট্রেন পরিষেবা চালু করায় উপকৃত হবেন বহু মানুষ। রেল সূত্রে জানা গিয়েছে,পূর্ব রেলের মালদহ টাউন স্টেশন থেকে আনন্দ বিহারের মধ্যে ছট বিশেষ এই ট্রেন চালবে।
ছট পুজো উপলক্ষে স্পেশাল ট্রেন
ছট পুজো উপলক্ষে স্পেশাল ট্রেন
advertisement

ছট পুজোয় উত্তর ভারতের ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় হয়। তাই ভিড় কমাতে পূর্ব রেলের এই সিদ্ধান্ত। মানুষ উৎসবের মরশুমে যেন সহজেই রেল পরিষেবা পান তার জন্য পূর্ব রেলের মালদহ টাউন এবং আনন্দ বিহারের মধ্যে একটি ছট স্পেশাল ট্রেনের পরিষেবা চালু করছে।রেল সূত্রে জানা গিয়েছে০৩৪৩৫ মালদাশহ টাউন – আনন্দ বিহার স্পেশাল মালদা টাউন ছাড়বে ০৯.৩৯ টায়। ২০.১১.২০২৩ এবং ২৭.১১.২০২৩ তারিখে আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে ১২.৩০ টায়।

advertisement

আরও পড়ুন: সন্ধ‍্যা হলেই ধেয়ে আসছে হাতি, ধান ক্ষেতের চিন্তায় মাথায় হাত কৃষকদের

আরও পড়ুন: আর সমস্যা থাকবে না পরিযায়ী শ্রমিকদের, নিয়মিত কাজ দিতে বিশেষ সমীক্ষা ভারত সরকারের

০৩৪৩৬ আনন্দ বিহার – মালদহ টাউন স্পেশাল আনন্দ বিহার টার্মিনাল থেকে ১৮.৩০ টায় ছাড়বে। ২১.১১.২০২৩ এবং ২৮.১১.২০২৩ তারিখে ২৩.৩০টায় মালদহ টাউন স্টেশনে পৌঁছাবে।ট্রেনটি উভয় দিকে পূর্ব রেলপথে নিউ ফারাক্কা, বারহারওয়া জং., সাহেবগঞ্জ জং., পিরপাইন্টি, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে থামবে। ট্রেনটিতে সাধারণ সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। এই বিশেষ ট্রেনটি ৪,৩৮৪টি বার্থ তৈরি করবে।০৩৪৩৫ মালদহ টাউন – আনন্দ বিহার স্পেশালের জন্য টিকিটের বুকিং ১.১১.২০২৩ থেকে PRS পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে৷ মেইল/এক্সপ্রেস ভাড়া ছাড়াও, বিশেষ চার্জ আদায় করা হবে। রেয়াতি বুকিং অনুমোদিত নয়. তৎকাল কোটা পাওয়া যায় না। এই বিশেষ ট্রেনে তাদের আসন সুরক্ষিত করতে যাত্রীদের অগ্রিম টিকিট বুক করতে উৎসাহিত করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ছট পুজোয় স্পেশ্যাল ট্রেন! টিকি বুকিং শুরু কবে থেকে, জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল