Malda News: মেলা জুড়ে বসে জুয়ার আসর, পরম্পরা ও রীতি মেনে জুয়া খেলেন মহিলারা, হাজার হাজার মানুষের ঢল
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: মেলা জুড়ে বসে জুয়ার আসর। ঐতিহ্যগত পরম্পরা ও রীতি মেনে জুয়ায় অংশগ্রহণ করেন পুরুষ থেকে মহিলারা। শতাব্দী প্রাচীন মালদহের ঐতিহ্যবাহী এই মেলা পরিচিতি পেয়েছে জুয়াড়ি মেলা নামে। মালদহের পুরাতন মালদহ পৌরসভার মোকাতিপুর এলাকায় ধুমধাম সহিত পুজোর সঙ্গে চলে জুয়াড়ি মেলা। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জুয়াড়ি মেলায় অংশ নেন হাজার হাজার মানুষজন।
মালদহ, জিএম মোমিন: ঐতিহ্যগত পরম্পরা মেনে পুজো হয়। তবে পুজোর পাশেই বসে বিরাট মেলা। যেমন তেমন মেলা নয়, এই মেলায় খেলা হয় জুয়া। মেলা জুড়ে বসে জুয়ার আসর। ঐতিহ্যগত পরম্পরা ও রীতি মেনে জুয়ায় অংশগ্রহণ করেন পুরুষ থেকে মহিলারা। শতাব্দী প্রাচীন মালদহের ঐতিহ্যবাহী এই মেলা পরিচিতি পেয়েছে জুয়াড়ি মেলা নামে।
মালদহের পুরাতন মালদহ পৌরসভার মোকাতিপুর এলাকায় ধুমধাম সহিত পুজোর সঙ্গে চলে জুয়াড়ি মেলা। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জুয়াড়ি মেলায় অংশ নেন হাজার হাজার মানুষজন। তবে বিশেষভাবে অংশ নেন মহিলারাই। কোথাও লুডু ও পাশা, কোথাও তাস আবার কোথাও চাকা ঘোরানো ইত্যাদি একাধিক রকম খেলায় মেতেছেন মেলায় আসা দর্শনার্থীরা।
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না
মেলার উদ্যোক্তা সুমিত হালদার জানান, ‘মুলা ষষ্ঠী উপলক্ষে ঐতিহ্যগত পরম্পরা মেনে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই মেলা। তবে মেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মত এবারও বেহুলা নদীর তীরে মূলাষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয়। সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। তাঁরা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন। পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়াড়ির মেলা। যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও।’
advertisement
advertisement
আরও পড়ুন-হাঁটুর বয়সি পুরুষই কি মালাইকার নতুন প্রেমিক? পেশায় নাকি হিরে ব্যবসায়ী, কে এই ‘মিস্ট্রি ম্যান’? চিনে নিন
মালদহের একদিনের আজব এই মেলায় শখ করে ঘুরতে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন। শতাব্দী প্রাচীন এই পুজো ও মেলাকে ঘিরে উন্মাদনা থাকে এলাকাবাসীদের। একদিকে যেখানে নিষিদ্ধ জুয়া, ধরপাকড় অভিযানে তৎপরতা দেখা দেয় পুলিশের। সেই জায়গায় দাঁড়িয়ে মালদহের প্রাচীন ঐতিহ্যগত এই জুয়াড়ি মেলায় পুলিশি নিরাপত্তা সত্যি খুব দূরদর্শী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2025 11:22 PM IST
