Malda News Helmet repair: আর কিনতে হবে না, বাড়িতে ফেলে দেওয়া পুরনো, ভাঙা হেলমেটই নতুন হবে মাত্র ৫০ টাকায়

Last Updated:

Malda News Helmet repair: অনেক ক্ষেত্রে দেখা দেয় নতুন হেলমেট কিনে ব্যবহারের পর কিছুদিনে অকেজো নষ্ট হলে ফেলে দেওয়া হয় বাড়িতে। মেরামতের উপায় না জানায় নতুন হেলমেট কিনতে হয় বাইক আরোহীদের। তবে এবারে ফেলে দেওয়া অকেজো নষ্ট অবস্থায় থাকা যেকোনও হেলমেট একেবারে নতুন হবে এই জায়গায় এলে। ফোম, বেল্ট, গ্লাস, যান্ত্রিক ত্রুটি ইত্যাদি বিভিন্ন অংশ নতুন লাগিয়ে সরাই করা হয় হেলমেট।

+
হেলমেট

হেলমেট মেরামতের কাজ করছেন শেখর কান্তি

মালদহ, জিএম মোমিন: বাড়িতে ফেলে রাখা পুরনো হেলমেট হবে একেবারে নতুন আর কিনতে হবে না হাজার হাজার টাকা দিয়ে, যে কোনও ভাঙা, ফাটা অবস্থায় থাকা হেলমেট সামান্য খরচ করলেই হবে নতুন। মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় মালদহ কলেজের কাছে এমনই এক দোকান করে হেলমেট মেরামতির কাজ করছেন শেখর কান্তি।
advertisement
advertisement
প্রায় ২৫ বছর ধরে হেলমেট মেরামতের কাজ করছেন তিনি। মূলত মোটরবাইকে যাতায়াতের ক্ষেত্রে আবশ্যিক প্রয়োজন পড়ে হেলমেটের। তবে অনেক ক্ষেত্রে দেখা দেয় নতুন হেলমেট কিনে ব্যবহারের পর কিছু দিনে অকেজো নষ্ট হলে ফেলে দেওয়া হয় বাড়িতে। মেরামতের উপায় না জানায় নতুন হেলমেট কিনতে হয় বাইক আরোহীদের। তবে এবারে ফেলে দেওয়া অকেজো নষ্ট অবস্থায় থাকা যে কোনও হেলমেট একেবারে নতুন হবে এই জায়গায় এলে। হেলমেটের ফোম, বেল্ট, গ্লাস, যান্ত্রিক ত্রুটি ইত্যাদি বিভিন্ন অংশ নতুন লাগিয়ে সরাই করা হয় হেলমেট। 
advertisement
হেলমেট মেরামতকারী শেখর কান্তি জানান, “প্রায় ২৫ বছর থেকে এই হেলমেট মেরামতের কাজ করেন তিনি। সামান্য খরচে পুরনো কাটা ছেঁড়া হেলমেট নতুন করা দেওয়া হয়। ৫০ থেকে সাড়ে চারশো টাকার মধ্যে হেলমেট মেরামত করে দেওয়া হয়।” হেলমেট সরাই করাতে আসা এক ক্রেতা বলেন, “হেলমেটের যে কোনও রকম সমস্যা দেখা দিলে এখানে মেরামত করতে আসি। অচল অবস্থায় থাকা হেলমেট কেউ মেরামত করে দেন তিনি। সমস্ত কিছুই বদলে দিয়ে পুরনো হেলমেটকে একেবারে নতুন করে দেওয়া হয়।”
advertisement
সড়কে সাবধানে যাতায়াতের ক্ষেত্রে বাইক আরোহীদের অন্যতম সুরক্ষা কবজ হিসেবে কাজ করে হেলমেট। শুধু ট্রাফিক বা শহর নয় গ্রাম্য এলাকায় রাস্তার উপর চলাচলের ক্ষেত্রেও হেলমেটের ব্যবহার প্রযোজ্য। সেই সঙ্গে যানবাহনের আইনি নিয়মাবলীতে হেলমেটের ব্যবহার বাধ্যতামূলক।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News Helmet repair: আর কিনতে হবে না, বাড়িতে ফেলে দেওয়া পুরনো, ভাঙা হেলমেটই নতুন হবে মাত্র ৫০ টাকায়
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement