এদিকে পথ দুর্ঘটনায় মৃত নাবালকের দেহ ময়নাতদন্তের পর আজ বাড়িতে পৌঁছবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরাপুর এলাকায় একটি গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে। এর জেরে দীপ পোদ্দার নামে ছয় বছরের এক শিশু আহত হয়। পাশাপাশি ঘটনায় আহত হন শিশুর বাবা রতন পোদ্দার ও তাঁর মা বিন্দু পোদ্দার। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাবালক দীপের।
advertisement
এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এই ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। শুক্রবার টায়ার জ্বালিয়ে মালদহ-রতুয়া রাজ্য সড়কও অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবরোধকারীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর এবং উল্টে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ার। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এই ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়ায়। বর্তমানে সেখানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।






