কাটিহার ডিভিশনের নিউ জলপাইগুড়ি স্টেশনে ৪ জানুয়ারি থেকে তিন দিন নন-ইন্টারলকিং কাজ চলবে। আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই রুটের একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে রেল।
এক নজরে দেখে নিন আগামী তিন দিনের ট্রেন চলাচলে ব্যবস্থা বাতিল-
(১)১৫৭০৯/১৫৭১০ মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি- মালদহ টাউন এক্সপ্রেস (০৪-০১-২৩, ০৫-০১-২৩, ০৬-০১- ২৩ এ তারিখে যাত্রা শুরু)।
advertisement
(২) ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস (জেসিও ০৩-০১-২৩, ০৫-০১-২৩) এবং ১২৩৬৪ হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস (০৪-০১-২৩, ০৬-০১-২৩তারিখে যাত্রা শুরু)৷
(৩) ১২০৪২/১২০৪১ নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (০৪-০১-২৩,০৫-০১-২৩, ০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু)।
(৪) ১৫৭২২ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু)।
(৫) ১৫৭২১ দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (০৭-০১-২৩ তারিখে যাত্রা শুরু)।
আরও পড়ুন : সরোবরের পাশে ফুলের মেলা, আকাশে আতশবাজির খেলা, বর্ধমানে শুরু হল কৃষ্ণসায়র উৎসব
আংশিক বাতিল
(১) ২২৬১১চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (০৪-০১-২৩ তারিখে যাত্রা শুরু হচ্ছে) এবং ২২৬১২ নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু হচ্ছে) ৷ সংক্ষিপ্তভাবে বন্ধ করা হবে নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মধ্যে তাদের যাত্রা।
যাত্রাপথে পরিবর্তন
(১) ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (০৩-০১-২৩,০৪-০১-২৩ এবং ০৫-০১-২৩ তারিখে যাত্রা শুরু হয়) এবং ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস (যাত্রা, আলুয়াবাড়ি হয়ে ডাইভার্ট করা হবে রোড-বাগডোগরা-শিলিগুড়ি উভয় দিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার স্টেশনে স্টপেজ এবং উভয় ট্রেনই নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ এড়িয়ে যাবে।
(২)১৩১৭৩ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু হচ্ছে) আলুবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি হয়ে ডাইভার্ট করা হবে এবং নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, আলিপুরাডু, নিউওচতাড়কা-এ স্টপেজ এড়িয়ে যাবে স্টেশন।
(৩) ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (০৫-০১-২৩ তারিখে যাত্রা শুরু হচ্ছে) আলিপুরদুয়ার, নিউ মাল এবং শিলিগুড়ি স্টেশনে স্টপেজ সহ সমুক্তলা রোড-আলিপুরদুয়ার- শিলিগুড়ি-বাগডোগরা- আলুয়াবাড়ি রোড হয়ে ডাইভার্ট করা হবে এবং নতুন স্টপেজ হবে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ফালাকাটা, ধুপগুড়ি, নিউ ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশন।
আরও পড়ুন : খুব তাড়াতাড়ি কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারি চালু হতে চলেছে বর্ধমান মেডিক্যালে
(৪) ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু) আলিপুরদুয়ার, নিউ মাল এবং শিলিগুড়ি স্টেশনে স্টপেজ সহ সমুক্তলা রোড-আলিপুরদুয়ার- শিলিগুড়ি-বাগডোগরা- আলুয়াবাড়ি রোড হয়ে ডাইভার্ট করা হবে এবং নতুন স্টপেজ হবে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ফালাকাটা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন।
(৫) ১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (০৫-০১-২৩ তারিখে শুরু হচ্ছে) শিলিগুড়ি-বাগডোগরা- আলুয়াবাড়ি রোড হয়ে শিলিগুড়ি স্টেশনে স্টপেজ নিয়ে ডাইভার্ট করা হবে এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে স্টপেজ এড়িয়ে যাবে।
পুনঃনির্ধারণ-
১৩১৪২নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু) ১৬.১০ টায় পুনরায় নির্ধারিত হবে৷ ১২.১০ ঘণ্টার পরিবর্তে৷