খুব তাড়াতাড়ি কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারি চালু হতে চলেছে বর্ধমান মেডিক্যালে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Burdwan Medical College and Hospital: সার্জারি বিভাগ কোথায় চালু করা হবে, তার জন্য কী কী পরিকাঠামো রয়েছে, কী কী প্রয়োজন সে সব ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়
বর্ধমান : আরও উন্নত চিকিৎসা পরিষেবা মিলতে চলেছে বর্ধমানে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হতে চলেছে কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারি। এ ব্যাপারে পরিকাঠামো খতিয়ে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং পরিদর্শন করল স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ দল। এই সার্জারি বিভাগ কোথায় চালু করা হবে, তার জন্য কী কী পরিকাঠামো রয়েছে, কী কী প্রয়োজন সে সব ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারি চালু হবে বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি শাখা অনাময় হাসপাতালে। সোমবার হাসপাতাল পরিদর্শনে আসেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের প্রাক্তন ডিন তথা কার্ডিও ভাসক্যুলার সার্জেন প্লাবন মুখোপাধ্যায়। অপারেশন থিয়েটার- সহ হাসপাতালের নানা পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারি চালুর জন্য হাসপাতালে আর কী পরিকাঠামো প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়। ওই চিকিৎসকের সঙ্গে ছিলেন বর্ধমান মেডিক্যালের অধ্যক্ষ কৌস্তভ নায়েক ও অনাময় হাসপাতালের সুপার শকুন্তলা সরকার।
advertisement
আরও পড়ুন : ‘শ্রীমান পৃথ্বীরাজে’ তাঁর বদলে গাইলেন লতা মঙ্গেশকর, কিন্তু সুমিত্রার মনে কোনও তিক্ততা ছিল না
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারির জন্য সম্প্রতি স্বাস্থ্যভবন দু'জন সার্জেন নিয়োগ করেছে অনাময় হাসপাতালে। বর্ধমান মেডিক্যালের অধ্যক্ষ বলেন, " আগামী তিন-চার মাসের মধ্যে ওই সার্জারি চালু হবে বলে আশা করা যাচ্ছে। তার পরে, ধীরে ধীরে বাইপাস সার্জারি চালুর পদক্ষেপ করা হবে।"
advertisement
advertisement
আরও পড়ুন : মেঘলা আবহাওয়ায় আটকে শীত, বাঙালির পাতে অপরিহার্য আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপর দক্ষিণবঙ্গের একটা বড় অংশের বাসিন্দারা নির্ভরশীল। শুধু দুই বর্ধমান জেলা নয়, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ,হুগলি জেলার একটা বড় অংশ এমনকি পাশের রাজ্য বিহার ঝাড়খণ্ড থেকেও প্রচুর রোগী আসে এখানে। এখান বিভিন্ন চিকিৎসা পরিষেবার অগ্রগতি ঘটলেও কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারির ব্যবস্থা না থাকায় রোগীদের এতদিন কলকাতায় বা অন্যত্র যেতে হত। অনেকের ক্ষেত্রেই তা কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে ওঠে। বর্ধমান মেডিক্যালে বাইপাস-সহ এই ধরনের অস্ত্রোপচার শুরু হলে বহু মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী চিকিৎসকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 4:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুব তাড়াতাড়ি কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারি চালু হতে চলেছে বর্ধমান মেডিক্যালে