আরও পড়ুন: পুজোর থিম সহজ পাঠ! স্বল্প বাজেটেই বাজিমাত জেলার এই পুজো কমিটির
মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কর্মীদের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন সাফাই কর্মীরা। আর তাতেই গোটা হাসপাতাল কার্যত আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে। চরম ভোগান্তির শিকার চিকিৎসাধীন রোগীরা। অবশেষে বাধ্য হয়ে বুধবার সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চিকিৎসাধীন রোগীদের পরিজনেরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে চত্বরে।
advertisement
এদিকে সাফাই কর্মীদের অভিযোগ, প্রতি মাসে নির্ধারিত সময়ে ঢুকছে না বেতন। সঙ্গে বেশ কয়েক মাস ধরে বেতন থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এই বেতন কাটার প্রতিবাদ করতে গেলে এক সাফাই কর্মীকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারই প্রতিবাদে ও সমস্যা সমাধানের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বাকি অস্থায়ী সাফাই কর্মীরা। এই সরকারি হাসপাতালের মোট ১৫১ জন কর্মীর বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কী কারণে সেই টাকা কাটা হয়েছে তার সদুত্তর হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট এজেন্সি কেউ দিতে পারেনি বলে জানিয়েছেন কর্ম বিরতিতে অংশ নেওয়া কর্মীরা। এইসব ঘটনার কারণে গত দু’দিন ধরে অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতীর ডাক দিয়েছেন। অস্থায়ী কর্মীদের কর্ম বিরতিতে অচল অবস্থা দেখা গেছে হাসপাতালে।
হরষিত সিংহ






