Durga Puja 2023: পুজোর থিম সহজ পাঠ! স্বল্প বাজেটেই বাজিমাত জেলার এই পুজো কমিটির

Last Updated:

স্বল্প বাজেটে বাজিমাত করতে চলেছে কোচবিহারের এই দুর্গাপুজো, তাদের এবারের থিম 'সহজ পাঠ'

+
পুজোর

পুজোর থিমেই ফুটে উঠবে সহজ পাঠ

কোচবিহার: বাঙালির সর্ব কালের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই বাঙালির এই পুজোকে ঘিরে আলাদা উদ্দীপনা চোখে পড়ে। প্রতি বছর মানুষকে আনন্দ দেয় বিভিন্ন পুজো কমিটির রকমারি থিমের মণ্ডপ। গত বেশ কয়েক বছরে শহর কোচবিহারের মধ্যে নাম করেছে কলাবাগান ক্লাব ও লাইব্রেরির দুর্গাপুজো। এই বছরেও তাঁদের দুর্গাপুজোর থিম সকলকে আকর্ষণ করতে চলেছে। এই বছর তাঁদের থিমের নাম ‘সহজ পাঠ’।
কোচবিহার কলাবাগান ক্লাব ও লাইব্রেরির সম্পাদক সম্রাট সরকার জানান, এই বছর যে থিমের আয়োজন করা হয়েছে তা হল ‘সহজ‌ পাঠ’। তবে একেবারেই স্বল্প বাজেটে তৈরি হচ্ছে এই থিম। মাত্র ৬ লক্ষ টাকায় তৈরি করা হচ্ছে এই সম্পূর্ন থিম। এবারের থিমের মণ্ডপ তৈরি করা হচ্ছে খড়, বাঁশ ও চটের বস্তা দিয়ে। আর তাঁদের প্রতিমা হতে চলেছে ডাকের সাজের সাবেকি প্রতিমা। বিগত বছরগুলির মতো এই বছরেও বেশ ভালই ভিড় হবে বলে মনে করছে পুজো কমিটি। এই থিম সকলকে আকর্ষণ করবে বলে তাঁরা নিশ্চিত। মহালয়ার দিন থেকেই এই পুজো কমিটি দর্শনার্থীদের জন্য খুলে দেবে মণ্ডপ।
advertisement
advertisement
কলাবাগান ক্লাব ও লাইব্রেরির মণ্ডপ শিল্পী শৌভিক ভৈমিক জানান, গোটা পুজো প্যান্ডেল জুড়ে থাকতে চলেছে চটের বস্তা, মাটি ও বাঁশের নিপুণ হাতের কারুকার্য। সহজ পাঠের কিছু জিনিস এখানে শিল্প কর্মের মাধ্যমে তুলে ধরা হবে। এখানে সহজপাঠের মোট বড় ৬ টি মিউরাল থাকবে। এছাড়া ৮ টি মিউরাল হবে ছোটো ছোট পিলারগুলির মধ্যে। মূলত বর্তমান সময়ে মানুষ গ্রাম বাংলার সংস্কৃতি ভুলে যেতে চলেছে। সেই সংস্কৃতি সকলের সামনে তুলে ধরতে মণ্ডপের এই থিম বেছে নেওয়া হয়েছে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja 2023: পুজোর থিম সহজ পাঠ! স্বল্প বাজেটেই বাজিমাত জেলার এই পুজো কমিটির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement