আরও পড়ুন: রাস্তা বেহাল, অশোকনগরের খনি থেকে কবে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন হবে?
এই অবস্থায় নাজেহাল আমজনতা টোটো বন্ধের দাবিতে এবার বিক্ষোভ দেখাল। প্রশাসনের কাছে টোটো নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বারবার আর্জি জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে মালদহের চাঁচল মহাকুমার যাত্রীবাহী ফোরামের পক্ষ থেকে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ওই সংগঠনের শতাধিক সদস্য মঙ্গলবার এই আন্দোলনে অংশগ্রহণ করেন।
advertisement
মঙ্গলবার দুপুরে চাঁচল শহরের জাতীয় সড়কে এই অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের সামনেই বিক্ষোভকারীরা বহিরাগত এবং বেআইনি টোটো বন্ধের দাবিতে সোচ্চার হন। চাঁচল মহকুমা যাত্রীবাহী ফোরামের সম্পাদক কাদের খান বলেন, আমরা ঋণ করে গাড়ি কিনেছি। তার উপর এমনিতেই চাঁচল শহরটি ছোট। তার মধ্যে বেআইনিভাবে বহিরাগত অসংখ্য টোটো চাঁচোল শহরে চলাচল করায় সাধারণ পথচারী থেকে নিত্য যাত্রীদের দুর্ভোগে পড়ছেন। ভিক্ষোককারীদের অভিযোগ, টোটোর দৌরাত্ম্যে বাস, ট্রেকার, অটো কারোর যাত্রী হচ্ছে না।
হরষিত সিংহ