North 24 Parganas News: রাস্তা বেহাল, অশোকনগরের খনি থেকে কবে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন হবে?

Last Updated:

পরীক্ষামূলকভাবে তেল উত্তোলন শুরু হলেও কবে বাণিজ্যিকভাবে উত্তোলন হবে অশোকনগরের তেলের খনি থেকে তা এখনও কেউ জানে না

উত্তর ২৪ পরগনা: অশোকনগরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়ার বিষয়টি সকলেই মোটামুটি জানে। ওএনজিসি-এর তরফ থেকে ২০১৮ সালে অশোকনগরের বাইগাছি এলাকায় প্রথম সন্ধান মেলে খনিজ তেলের। তেলের রিজার্ভ কতটা আছে ও তার গুণমান পরীক্ষার জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর উপস্থিতিতে প্রথম তেল উত্তোলন করা হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলে তেল উত্তোলন ও কূপ খননের কাজ। একে একে প্রায় ৬-৭ টি কূপ খনন করে তেল উত্তোলন করা হত। পরে ওএনজিসি জানায় এখানকার তেলের গুণমান অত্যন্ত উন্নতমানের।
এরপর অশোকনগরের আরও অন্যান্য জায়গায় ওএনজিসি-এর তরফ থেকে খনিজ তেলের সন্ধান শুরু হয়। পরবর্তীকালে দৌলতপুর , ভুরকুন্ঠা সহ আরও অন্যান্য জায়গায় তেল থাকার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে দৌলতপুরেও দ্বিতীয় কেন্দ্র গড়ে তোলে ওএনজিসি। তবে ইতিমধ্যে প্রথম কেন্দ্র বাইগাছির কাজ বন্ধ আছে। যদিও কাজ বন্ধ থাকলেও কোটি টাকা ব্যায় করে সুদীর্ঘ পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে গোটা এলাকা। তবে হাবড়া-নৈহাটি রোড থেকে ওএনজিসি কেন্দ্রে পৌঁছনোর রাস্তার অবস্থা বেহাল। রীতিমত জলকাদা জমে চলার অযোগ্য হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা এখন আর ওএনজিসি’র প্ল্যান্ট দেখতে যেতে পারছেন না।
advertisement
advertisement
এদিকে বাইগাছির তেল খনন কেন্দ্রের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেল, ভুরকুন্ডা প্ল্যান্টে কাজ চলার কারণে ওএনজিসির কর্মীরা সেখানেই ব্যস্ত রয়েছেন। এখন সেখানেই পরীক্ষা-নিরীক্ষা করে তেলের সন্ধান চালাচ্ছে ওএনজিসি। ডিসেম্বরের পর থেকে আবারও বাইগাছি কেন্দ্রে কাজ শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে বেহাল রাস্তা চিন্তার ভাঁজ ফেলছে কর্তৃপক্ষের কপালে। মেশিন ও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়ে থাকলেও বাইগাছি কেন্দ্রে দেখা মিলল না কোন‌ও ওএনজিসি কর্মীর। দৌলতপুরেও তেমনভাবে কাজ চোখে পড়ছে না বলেই জানান স্থানীয়রা। তবে অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা এলাকায় অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি। ফলে আবারও সেই জায়গায় মিলতে পারে তেলের খনির সন্ধান বলে মনে করছেন এলাকাবাসীরা। তবে অশোকনগরের বিস্তীর্ণ এলাকায় খনিজ তেল ও গ্যাসের সন্ধান মিললেও কবে থেকে বাণিজ্যিকভাবে সেই তেল উত্তোলন করা হবে সেই উত্তর এখনও অধরা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাস্তা বেহাল, অশোকনগরের খনি থেকে কবে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন হবে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement