Katum Kutum Artist: বাবার শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলেন মেয়ে! কাটুম কুটুম শিল্পে নতুন মুখ উপাসনা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
উপাসনা বাবাকে লুকিয়ে একটি মডেল তৈরি করেন, যা পরবর্তীতে এক্সিবিশনের জন্য পাঠান। সেখানে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেন। এরপরই তাঁর বাবা কাটুম কুটুম শিল্পে মেয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
কোচবিহার: কোচবিহারের আশ্রম রোড বাই লেনের একটি অংশে নিজের বাড়িতেই থাকেন ৬৫ বছরের প্রাক্তন শিক্ষক উৎপল চক্রবর্তী। তবে তাঁর প্রতিভার জেরেই তিনি নজর কেড়েছেন সকলের। তিনি কাটুম কুটুম নামের একটি হস্ত শিল্প বানান। প্রায় ২৮ বছরেরও বেশী সময় ধরেই এই কাজ তিনি করে আসছেন। তবে বর্তমান সময়ে তাঁর সহযোগিতা ও নিজের নিরলস প্রতিভার কারণে কাটুম কুটুম শিল্পে নতুন মুখ হয়ে উঠতে শুরু করেছেন তাঁর একমাত্র কন্যা উপাসনা চক্রবর্তী। তিনিও প্রায় দীর্ঘ ৬ থেকে ৭ মাস ধরে এই কাজ করছেন। ইতিমধ্যেই তিনি একটি এক্সিবিশনের রাজ্যে মধ্যে দশম স্থান অধিকার করছেন।
এই সাফল্য প্রসঙ্গে শিল্পী উপাসনা চক্রবর্তী জানান, দীর্ঘ সময় ধরে তিনি বাবাকে এই শিল্পের কাজ করতে দেখেন। ছোট থেকে তাঁর আগ্রহ থাকলেও বাবা এই কাজ করতে দিতে ভয় পেতেন। এতে ছুরি, কাঁচি, বাটালি এই সব ধারাল জিনিস ব্যবহার করা হয়। তাই কোন অঘটন ঘটে যেতে পারে বলে আশঙ্কায় থাকতেন উৎপলবাবু। শেষ পর্যন্ত উপাসনা বাবাকে লুকিয়ে একটি মডেল তৈরি করেন, যা পরবর্তীতে এক্সিবিশনের জন্য পাঠান। সেখানে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেন। এরপরই তাঁর বাবা কাটুম কুটুম শিল্পে মেয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
advertisement
advertisement
শিল্পী আরও জানান, বর্তমানে তাঁর ইচ্ছে বাবার এই শিল্পকে আরও অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। এখনও পর্যন্ত তিনি মোট ১২-১৩ টি মডেল তৈরি করতে পেরেছেন। তবে তিনি বাবার শিল্পকলার মতন না করে বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছেন তাঁর কাজের মধ্যে। আগামীতে তিনি আরও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চান।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2023 7:41 PM IST