বৃহস্পতিবার রাতে মালদহের কালিয়াচক থানার ফ্যাক্টরি মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যবসায়ীর নাম সোহেল শেখ(৩২)। তিনি ভিনরাজ্য শ্রমিক পাঠানোর ব্যবসা করতেন। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ফ্যাক্টরি মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শেরশাহী বাজার থেকে কালিয়াচকের দিকে আসছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। বাইক আটকে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর।
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য দারুণ সুখবর! বেঙ্গল সাফারি পার্কের ক্যাম্পাসেই তৈরি কটেজ
পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যবসার টাকা নিয়ে বিবাদ চলছিল অপর এক জনের সঙ্গে। তার জেরে খুন হওয়ার আশঙ্কা করছেন পরিবারের লোকেরা।এদিন রাতেই স্থায়নীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সোহেলকে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মালদহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় কালিয়াচকের শেরশাহী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ, নাকি অন্য কোনও কারণে খুন খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ। মৃতের স্ত্রী হাসেনা বিবি বলেন, "স্বামীর সঙ্গে বিবাদ হয়েছে শুনেছি। তবে কার সঙ্গে আমি জানতাম না। রাতে যারা স্বামীকে গুলি করে খুন করেছে তাদের শাস্তি চাই।"
Harashit Singha