আরও পড়ুন: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে
আরও পড়ুন: প্ল্যান চেঞ্জ? ট্রেনে টিকিট কাটার পরেও পরিবর্তন করা যায় যাত্রার তারিখ, জানেন
স্কুলে স্কুলে গিয়ে কিশোরীদের নিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে। কিভাবে এই পাচার চক্রের খপ্পর থেকে রক্ষা পাওয়া যাবে। কিভাবে কিশোরীরা বুঝবে তাকে পাচার করার চেষ্টা চালানো হচ্ছে। রাস্তায় চলাফেরা করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয় নিয়েই সচেতন করা হয়।শনিবার মালদহের মহদিপুর বিওপির ৭০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের পক্ষ থেকে সাহাবাজপুর বিকাশ মিশন হাইস্কুলে একটি শিবির করা হয়। স্কুলের ছাত্রীদের নিয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফের ৭০ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডেন্ট কপিল চর্তুবেদী, স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী সহ অন্যান্য বিএসএফের কর্তারা।
advertisement
এদিন ছাত্রীদের মানব পাচার নিয়ে সচেতনতা করা হয়। সীমান্তবর্তী এলাকায় মানব পাচার অধিক পরিমাণে হয়ে থাকে। পাচারকারীরা বিভিন্ন রকম যে ফাঁদ পেতে রাখে সে সমস্ত বিষয়ে পড়ুয়াদের বোঝানো হয়। এদিনের এই শিবিরের মাধ্যমে মূলত ছাত্রীরা মানব পাচার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছে। এমনকি আগামীতে তাদের এই শিবির অনেকটাই কাজে দিবে বলে মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক। এমনকি এই ধরনের সচেতনতামূলক শিবির স্কুলে আয়োজন করা খুবই ভালো বলে মন্তব্য করেন তিনি।
হরষিত সিংহ ( Harashit Singha)





