High Return Fixed Deposits: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে

Last Updated:

High Return Fixed Deposits: গ্রাহকদের জন্য বেশ কিছু আমানতে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক।

ফিক্সড ডিপোজিট সুদের হার
ফিক্সড ডিপোজিট সুদের হার
নয়া দিল্লি: South Indian Bank ২ কোটির কম স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। গ্রাহকদের জন্য ৭ দিন থেকে শুরু করে ১০ বছরের ফিক্স ডিপোজিটের উপর ২.৬৫% থেকে ৬.০০% এবং বয়স্ক নাগরিকদের ৩.১৫% থেকে ৬.৫০% পর্যন্ত সুদের হার প্রদান করছে।
অন্যদিকে, নন-সিনিয়র সিটিজেনরা ৫০০ দিনের জমার মেয়াদে সর্বোচ্চ ৭.৪০% রিটার্ন পাবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা এখন ১ বছরের জমার মেয়াদে সর্বাধিক ৭.৫০% রিটার্ন পাবেন। সাউথ ইন্ডিয়া ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিটগুলির সুদের হার ২৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
advertisement
ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ৩০ দিনের জমার উপর ২.৬৫% সুদের হার অফার করছে। ৩১ দিন থেকে ৯০ দিনের মধ্যে ডিপোজিট ৩.২৫% সুদের হার দিচ্ছে। বর্তমানে সাউথ ইন্ডিয়া ব্যাঙ্ক ৯১ থেকে ৯৯ দিনের জন্য আমানতের উপর ৪.২৫% এবং ১০০ দিনের জন্য আমানতের উপর ৫.৫০% সুদের হার অফার করছে।
advertisement
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এফডি রেট ১০১ দিন থেকে ১৮০ দিনের মধ্যে ৪.২৫% সুদ দিচ্ছে। ১৮১ দিন থেকে ১ বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর হলে ৪.৬০% সুদ মিলছে।
১ বছরে আমানতের উপর ব্যাঙ্ক এখন ৬.৬০% সুদের হার অফার করছে এবং ১ বছর ১ দিনের ফিক্সড ডিপোজিটের উপর এই ব্যাঙ্ক এখন ৭.০০% হারে সুদের হার অফার করছে। সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এখন ১ বছর ২ দিন থেকে ৪৯৯ দিনের ডিপোজিটের উপর ৬.৫০% এবং ৫০০ দিনের বিশেষ আমানতের উপর ৭.৪০% সুদের হার অফার করছে।
advertisement
৫০১ দিন থেকে ৩০ মাসের কম সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর এই ব্যাঙ্ক ৬.৫০% হারে সুদের হার অফার করছে। এর বাইরে বাকি মেয়াদকালের ফিক্সড ডিপোজিটের উপর সুদের আলাদা আলাদা হার রেখেছে এই ব্যাঙ্ক।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
High Return Fixed Deposits: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement