High Return Fixed Deposits: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে

Last Updated:

High Return Fixed Deposits: গ্রাহকদের জন্য বেশ কিছু আমানতে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক।

ফিক্সড ডিপোজিট সুদের হার
ফিক্সড ডিপোজিট সুদের হার
নয়া দিল্লি: South Indian Bank ২ কোটির কম স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। গ্রাহকদের জন্য ৭ দিন থেকে শুরু করে ১০ বছরের ফিক্স ডিপোজিটের উপর ২.৬৫% থেকে ৬.০০% এবং বয়স্ক নাগরিকদের ৩.১৫% থেকে ৬.৫০% পর্যন্ত সুদের হার প্রদান করছে।
অন্যদিকে, নন-সিনিয়র সিটিজেনরা ৫০০ দিনের জমার মেয়াদে সর্বোচ্চ ৭.৪০% রিটার্ন পাবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা এখন ১ বছরের জমার মেয়াদে সর্বাধিক ৭.৫০% রিটার্ন পাবেন। সাউথ ইন্ডিয়া ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিটগুলির সুদের হার ২৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
advertisement
ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ৩০ দিনের জমার উপর ২.৬৫% সুদের হার অফার করছে। ৩১ দিন থেকে ৯০ দিনের মধ্যে ডিপোজিট ৩.২৫% সুদের হার দিচ্ছে। বর্তমানে সাউথ ইন্ডিয়া ব্যাঙ্ক ৯১ থেকে ৯৯ দিনের জন্য আমানতের উপর ৪.২৫% এবং ১০০ দিনের জন্য আমানতের উপর ৫.৫০% সুদের হার অফার করছে।
advertisement
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এফডি রেট ১০১ দিন থেকে ১৮০ দিনের মধ্যে ৪.২৫% সুদ দিচ্ছে। ১৮১ দিন থেকে ১ বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর হলে ৪.৬০% সুদ মিলছে।
১ বছরে আমানতের উপর ব্যাঙ্ক এখন ৬.৬০% সুদের হার অফার করছে এবং ১ বছর ১ দিনের ফিক্সড ডিপোজিটের উপর এই ব্যাঙ্ক এখন ৭.০০% হারে সুদের হার অফার করছে। সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এখন ১ বছর ২ দিন থেকে ৪৯৯ দিনের ডিপোজিটের উপর ৬.৫০% এবং ৫০০ দিনের বিশেষ আমানতের উপর ৭.৪০% সুদের হার অফার করছে।
advertisement
৫০১ দিন থেকে ৩০ মাসের কম সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর এই ব্যাঙ্ক ৬.৫০% হারে সুদের হার অফার করছে। এর বাইরে বাকি মেয়াদকালের ফিক্সড ডিপোজিটের উপর সুদের আলাদা আলাদা হার রেখেছে এই ব্যাঙ্ক।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
High Return Fixed Deposits: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement