হোম /খবর /দেশ /
ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

Tripura Assembly Election: ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

ত্রিপুরায় একাই লড়ছে বিজেপি।

ত্রিপুরায় একাই লড়ছে বিজেপি।

অন্যদিকে কংগ্রেসও আজ ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷

  • Share this:

দিল্লি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ এ দিন দিল্লি থেকে ৬০টি বিধানসভার মধ্যে ৪৮টির জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব৷ ত্রিপুরায় এবার ক্ষমতা ধরে রাখাই বিজেপি-র কাছে চ্যালেঞ্জ৷

বিজেপি-র প্রার্থী তালিকায় এবার অন্যতম বড় চমক, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা বর্মনের নাম৷ তাঁকে ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী মানিক সাহাকে প্রার্থী করা হয়েছে বরদৌলি কেন্দ্র থেকে৷ বিজেপি নেতৃত্ব জানিয়েছে, খুব শিগগিরই বাকি ১২টি কেন্দ্রের প্রার্থীদের নামেও ঘোষণা করা হবে৷

আরও পড়ুন: ৬০ আসনে একাই লড়বে দল, আজ ত্রিপুরায় প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল

এ ছাড়াও উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, তিনি প্রার্থী হয়েছেন চারিলাম কেন্দ্র থেকে৷ রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে বনমালিপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে৷বিজেপি-র প্রার্থী তালিকায় সংখ্যালঘু মুখও রয়েছে৷ গতকালই বিজেপি-তে যোগ দেওয়া মহম্মদ মোবোসার আলিকে কয়লাসাহার কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল৷ বিজেপি-র প্রথম দফার প্রার্থী তালিকায় মোট এগারো জন মহিলা প্রার্থী রয়েছেন৷

আরও পড়ুন: আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তিপ্রামোথা

অন্যদিকে কংগ্রেসও আজ ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ প্রথম দফায় ১৭টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ আগরতলা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুদীপ রায় বর্মনকে৷

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ ২ মার্চ ফল ঘোষণা৷ ত্রিপুরায় বিজেপি-কে হারাতে এবার আসন সমঝোতার পথে হেঁটেছে বামফ্রন্ট এবং কংগ্রেস৷ বিজেপি-র সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তিপ্রামোথার প্রধান প্রদ্যোৎ দেব বর্মন৷ গতবার আইপিএফটি সঙ্গে থাকলেও এবার তাদের সঙ্গেও জোট ভেঙে গিয়েছে বিজেপি-র৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Tripura assembly elections