Tripura Assembly Election: ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

Last Updated:

অন্যদিকে কংগ্রেসও আজ ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷

ত্রিপুরায় একাই লড়ছে বিজেপি।
ত্রিপুরায় একাই লড়ছে বিজেপি।
দিল্লি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ এ দিন দিল্লি থেকে ৬০টি বিধানসভার মধ্যে ৪৮টির জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব৷ ত্রিপুরায় এবার ক্ষমতা ধরে রাখাই বিজেপি-র কাছে চ্যালেঞ্জ৷
বিজেপি-র প্রার্থী তালিকায় এবার অন্যতম বড় চমক, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা বর্মনের নাম৷ তাঁকে ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী মানিক সাহাকে প্রার্থী করা হয়েছে বরদৌলি কেন্দ্র থেকে৷ বিজেপি নেতৃত্ব জানিয়েছে, খুব শিগগিরই বাকি ১২টি কেন্দ্রের প্রার্থীদের নামেও ঘোষণা করা হবে৷
advertisement
advertisement
এ ছাড়াও উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, তিনি প্রার্থী হয়েছেন চারিলাম কেন্দ্র থেকে৷ রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে বনমালিপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে৷
বিজেপি-র প্রার্থী তালিকায় সংখ্যালঘু মুখও রয়েছে৷ গতকালই বিজেপি-তে যোগ দেওয়া মহম্মদ মোবোসার আলিকে কয়লাসাহার কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল৷ বিজেপি-র প্রথম দফার প্রার্থী তালিকায় মোট এগারো জন মহিলা প্রার্থী রয়েছেন৷
advertisement
অন্যদিকে কংগ্রেসও আজ ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ প্রথম দফায় ১৭টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ আগরতলা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুদীপ রায় বর্মনকে৷
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ ২ মার্চ ফল ঘোষণা৷ ত্রিপুরায় বিজেপি-কে হারাতে এবার আসন সমঝোতার পথে হেঁটেছে বামফ্রন্ট এবং কংগ্রেস৷ বিজেপি-র সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তিপ্রামোথার প্রধান প্রদ্যোৎ দেব বর্মন৷ গতবার আইপিএফটি সঙ্গে থাকলেও এবার তাদের সঙ্গেও জোট ভেঙে গিয়েছে বিজেপি-র৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election: ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement