দিল্লি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ এ দিন দিল্লি থেকে ৬০টি বিধানসভার মধ্যে ৪৮টির জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব৷ ত্রিপুরায় এবার ক্ষমতা ধরে রাখাই বিজেপি-র কাছে চ্যালেঞ্জ৷
বিজেপি-র প্রার্থী তালিকায় এবার অন্যতম বড় চমক, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা বর্মনের নাম৷ তাঁকে ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী মানিক সাহাকে প্রার্থী করা হয়েছে বরদৌলি কেন্দ্র থেকে৷ বিজেপি নেতৃত্ব জানিয়েছে, খুব শিগগিরই বাকি ১২টি কেন্দ্রের প্রার্থীদের নামেও ঘোষণা করা হবে৷
আরও পড়ুন: ৬০ আসনে একাই লড়বে দল, আজ ত্রিপুরায় প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল
এ ছাড়াও উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, তিনি প্রার্থী হয়েছেন চারিলাম কেন্দ্র থেকে৷ রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে বনমালিপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে৷বিজেপি-র প্রার্থী তালিকায় সংখ্যালঘু মুখও রয়েছে৷ গতকালই বিজেপি-তে যোগ দেওয়া মহম্মদ মোবোসার আলিকে কয়লাসাহার কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল৷ বিজেপি-র প্রথম দফার প্রার্থী তালিকায় মোট এগারো জন মহিলা প্রার্থী রয়েছেন৷
আরও পড়ুন: আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তিপ্রামোথা
অন্যদিকে কংগ্রেসও আজ ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ প্রথম দফায় ১৭টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ আগরতলা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুদীপ রায় বর্মনকে৷
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ ২ মার্চ ফল ঘোষণা৷ ত্রিপুরায় বিজেপি-কে হারাতে এবার আসন সমঝোতার পথে হেঁটেছে বামফ্রন্ট এবং কংগ্রেস৷ বিজেপি-র সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তিপ্রামোথার প্রধান প্রদ্যোৎ দেব বর্মন৷ গতবার আইপিএফটি সঙ্গে থাকলেও এবার তাদের সঙ্গেও জোট ভেঙে গিয়েছে বিজেপি-র৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Tripura assembly elections