Tripura Assembly Election 2023: আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তিপ্রামোথা

Last Updated:

জোটে নয়, একক দক্ষতায় লড়াই করতে চায় মহারাজার দল। 

আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তিপ্রামোথা (File Photo)
আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তিপ্রামোথা (File Photo)
আবীর ঘোষাল, আগরতলা: জোটে নয়, একক দক্ষতাতেই ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে তিপ্রামোথা। সূত্রের খবর, আজ, শনিবারই তিপ্রামোথার পক্ষ থেকে রাজ্যের প্রায় ৪৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে।
তিপ্রামোথাকে কাছে পেতে আগ্রহী ছিল বাম-কংগ্রেস জোট। কাছে পেতে আগ্রহী ছিল শাসক দল বিজেপিও। যদিও বৃহত্তর তিপ্রাল্যান্ডের লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত যে তারা জোটে যাবে না সে বিষয় স্পষ্ট করে দিয়েছে। তাই তিপ্রামোথার প্রধান মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য জানিয়েছেন, "নিজের দক্ষতাতেই তিপ্রামোথা বিধানসভা ভোটে লড়াই করবে। আমরা কারও সাথে সমঝোতা করছি না। জনজাতি মানুষের স্বার্থে আমরা মানুষের সঙ্গে কোনও সমঝোতায় আমরা যাব না।’’
advertisement
advertisement
তিপ্রামোথার অপেক্ষায় বসে না থেকে ইতিমধ্যেই ত্রিপুরার বিধানসভা ভোটে আসন সমঝোতা প্রায় পাকা করে ফেলেছে বাম-কংগ্রেস। বামেদের তরফে ভোটের প্রার্থী তালিকা ঘোষণাও করে দেওয়া হয়েছে। কংগ্রেসও ভোটে লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ত্রিপুরার জনজাতি দলটির নেতাদের বৈঠকে সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছিল। যদিও এখনও পর্যন্ত তিপ্রা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্সের নেতৃত্বে গ্রেটার তিপ্রাল্যান্ডের ‘লিখিত প্রতিশ্রুতি’র দাবিতে অনড় তিপ্রা নেতারা।
advertisement
দলের প্রধান তথা জনজাতি সম্প্রদায়ের মানুষের বুবাগ্রা  প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মন বলেছেন, ‘‘এখনও আমরা কোনও জোটে নেই। জনজাতি সম্প্রদায়ের স্বার্থরক্ষায় বৃহত্তর তিপ্রাল্যান্ড প্রতিষ্ঠাই আমাদের এক মাত্র লক্ষ্য।’’ ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনের মধ্যে ২০টি জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। ২০১৮-র বিধানসভা নির্বাচনে এর মধ্যে ১০টিতে বিজেপি এবং ৮টিতে তার সহযোদী দল আইপিএফটি জয়ী হয়েছিল। সিপিএম জিতেছিল দু’টিতে। গত কয়েক মাসে আইপিএফটির নেতা-কর্মীদের অধিকাংশই তিপ্রায় যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে জনজাতি এলাকায় বাম-কংগ্রেস জোটকে ঠেকাতে তিপ্রাকে পাশে পেতে সক্রিয় হয়েছিল বিজেপি।
advertisement
উত্তর-পূর্বের এই রাজ্যের মোট ৩৬ লক্ষ ৭৪ হাজার নাগরিকের মধ্যে বাঙালি ২৪ লক্ষ ১৪ হাজার। অন্য দিকে, জনজাতি সম্প্রদায়ের মানুষ ৮ লক্ষ ৮৭ হাজার। আগেই প্রদ্যোত কিশোর মাণিক্য বিজেপির জোটসঙ্গী আইপিএফটিকে জানিয়ে দিয়েছিল, তারা যেন তাদের সঙ্গে মিশে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তিপ্রামোথা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement