উৎসর্গ প্রকল্পের মাধ্যমে জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দফতরে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার মালদহ জেলা পুলিশের উদ্যোগে মালদহ থানায় অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদহ থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্তারা।
advertisement
আরও পড়ুনঃ 'হানি ট্রাপ' প্রতারণা থেকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে শিবির আয়োজন
এদিনের এই রক্তদান শিবিরে মালদা থানার পুলিশ কর্মী অফিসার ও সিভিক ভলেন্টিয়ারেরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। এদিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোলাপ ফুল ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। মালদহ থানার উদ্যোগে আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে মোট ৮১ জন দাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।
আরও পড়ুনঃ হরিশ্চন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার একটি নীলগাই
মালদহ জেলা পুলিশের কর্তারা জানান, মাঝেমধ্যেই জেলার বিভিন্ন থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগামীতে আরো জেলার অন্যান্য পুলিশ থানাতে শিবির করে এমন রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি পূরণের উদ্দেশ্যে এমন উদ্যোগ জেলা পুলিশের।
Harashit Singha