Malda: হরিশ্চন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার একটি নীলগাই

Last Updated:

নীলগাইকে ধাওয়া গ্রামবাসীদের। পালাতে গিয়ে পুকুরে পড়ে গেল নীলগাই টি। পুকুর থেকে নীলগাই উদ্ধার করে থানায় নিয়ে ‌যান স্থানীয়রাই।

+
title=

মালদহ: নীলগাইকে ধাওয়া গ্রামবাসীদের। পালাতে গিয়ে পুকুরে পড়ে গেল নীলগাই টি। পুকুর থেকে নীলগাই উদ্ধার করে থানায় নিয়ে ‌যান স্থানীয়রাই। নীলগাই উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার দুপুর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহের হরিশ্চন্দ্রপূর থানার সাদলিচক এলাকায়। শুধু তায় নয় এদিন নীলগাই দেখতে হরিশ্চন্দ্রপুর থানায় ভিড় করেন বহু মানুষ। নীলগাই কে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশের পক্ষ থেকে বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতরের কর্তারা থানা থেকে নীলগাই উদ্ধার করে নিয়ে যায়। উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বিহার সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যেই নীলগায়ের দেখা মেলে। গত একমাস আগে একটি নীলগাই উদ্ধার হয়েছিল। মালদহ জেলার সাধারণত নীলগাই দেখা যায় না। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের জঙ্গলে নীলগাই সব থেকে বেশি দেখা যায়। বাংলার পার্শ্ববর্তী রাজ্য বিহারে ও নীলগাইয়ের দেখা মেলে।
বৃহস্পতিবারহঠাৎ হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক উত্তর কনকনিয়া গ্রামে একটি নীলগাই কে দেখতে পায় এলাকার মানুষজন। মাঠে ওই সময়ে কয়েকজন মানুষ ধান কাটছিল। সেই সময় নজরে আসে তাদের। নীলগাই দেখতে সাধারণ মানুষ ভিড় জমায়। নীলগাই টি সেই সময় পাশের একটি পুকুরে পড়ে যায়। এলাকাবাসীরা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ 'হানি ট্রাপ' প্রতারণা থেকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে শিবির আয়োজন
এই খবর ছড়িয়ে পড়তেই হরিশ্চন্দ্রপুর এলাকার চারিদিক থেকে ভিড় জমায় মানুষজন। সাধারণত এই প্রাণীটির খাদ্যাভ্যাস সম্পর্কে কারোরই ধারণা নেই। তাই সে কি ধরনের খাবার খায় তার জন্য ইন্টারনেট সার্চ করছে পুলিশ কর্তারা। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিয়মিত মিলছে না ভাতা! বিক্ষোভ মালদহের অঙ্গনওয়াড়ি কর্মীদের
এলাকাবাসীরা এই ভাবে নীল গাই দেখতে পেয়ে খুব খুশি। সকলেই ব্যস্ত তার ছবি তুলতে, ভিডিও করতে। এদিকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম পরিস্থিতি হরিশচন্দ্র থানার পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ারদের।
 Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: হরিশ্চন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার একটি নীলগাই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement