অত্যাচারের ঘটনার দুই দিনের মাথায় চিকিৎসারত অবস্থায় মালদহ মেডিকেল কলেজে মৃত্যু হয় ওই গৃহবধুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার এনায়েতপুর এলাকায় । মৃত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শ্বশুর, শাশুড়ি এবং দুই ননদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
আরও পড়ুন: পরকীয়া প্রেম! দড়ি দিয়ে বাঁধা হল যুগলকে! গ্রামে ঘটে গেল ভয়াবহ ঘটনা
advertisement
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন (৩৪) । তার স্বামী নাসিমুল মোমিন দিল্লিতে দিন মজুরের কাজ করেন। বর্তমানে সেখানেই কর্মরত রয়েছে নাসিমুল। তাদের আট এবং চার বছরের দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে। মৃত গৃহবধুর এক দিদি নুরশেদা বিবি জানিয়েছেন, তার বোনকে শ্বশুর বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল। সেই টাকা দিতে না পারায় , গত সোমবার শ্বশুর শাশুড়ি এবং দুই ননদ মিলে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। মাথায় আঘাত লাগে তার বোনের। এরপর রাতেই চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। চিকিৎসারত অবস্থায় বুধবার সকালেই মৃত্যু হয় সাবিনা ইয়াসমিনের।
হরষিত সিংহ