Extramarital Affairs: পরকীয়া প্রেম! দড়ি দিয়ে বাঁধা হল যুগলকে! গ্রামে ঘটে গেল ভয়াবহ ঘটনা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Extramarital Affairs: কাকদ্বীপে যা ঘটল ভাবার বাইরে! গ্রামবাসীরা যা করল! ভয়াবহ
কাকদ্বীপ: পরকীয়ার অভিযোগে যুগলকে দড়ি দিয়ে বেঁধে মারধরের ঘটনা ঘটল কাকদ্বীপে। মধ্যযুগীয় এই ঘটনার বর্বরতায় শিউরে উঠছে অনেকেই। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রাও। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কাকদ্বীপের নারায়ণপুরের তৃতীয় ঘেরিতে পরকীয়ার অভিযোগে এক মহিলা ও এক পুরুষকে বাড়ির পিলারে দড়ি দিয়ে বাঁধা হয়। চলে মারধর। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
এই মারধরের ঘটনার সময় অনেক গ্রামবাসী সেখানে উপস্থিত ছিলেন। তবে ওই যুগলকে ছাড়াতে কোনও ভূমিকা গ্রহন করেনি তারা। দীর্ঘক্ষণ মারধর চলার পর, খবর যায় কাকদ্বীপ থানায়। এরপর পুলিশ এসে ওই যুগলকে উদ্ধার করে।গ্রামবাসীদের অনেকেই দীর্ঘদিন ধরে ওই মহিলার অবৈধ সম্পর্কের কথা জানতেন বলে খবর।
advertisement
advertisement
বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ওই মহিলার শাস্তি হওয়া উচিত বলে দাবি করেছেন গ্রামবাসীরা। সেই সঙ্গে মহিলার সঙ্গীর শাস্তি হওয়া উচিত বলে জানিয়েছেন তাঁরা। যদিও এই ঘটনা ঠিক কেন ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে ওই যুগলদের জিজ্ঞাসাবাদ করে মারধর ও ভিডিও করার ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানার চেষ্টা করছে কাকদ্বীপ থানার পুলিশ।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Extramarital Affairs: পরকীয়া প্রেম! দড়ি দিয়ে বাঁধা হল যুগলকে! গ্রামে ঘটে গেল ভয়াবহ ঘটনা